Image description

ফিফা ক্লাব বিশ্বকাপে ব্রাজিলের চারটি ক্লাবের মধ্যে সেরা পারফরম্যান্স দেখাচ্ছিল ফ্লামেঙ্গো। শেষ ষোলোর ম্যাচে ইউরোপীয় জায়ান্ট বায়ার্ন মিউনিখের বিপক্ষেও তারা চোখে চোখ রেখে লড়াই করেছে। সেই লড়াইয়ে শেষ পর্যন্ত জয় হয়েছে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখের। ব্রাজিলিয়ান ক্লাব ফ্লামেঙ্গোকে হারিয়ে তারা শেষ আটের টিকিট নিশ্চিত করেছে, যার মধ্য দিয়ে ফ্লামেঙ্গোর ক্লাব বিশ্বকাপ অভিযান শেষ হলো।

রোববার রাতে ফ্লোরিডার হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ফ্ল্যামেঙ্গো ৪-২ গোলে হারিয়েছে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ। ম্যাচে আক্রমণ, গোলে শট ও বলের দখলে এগিয়ে থাকলেও ম্যাচ শেষে পরাজিত দল ফ্লামেঙ্গো। জোড়া গোলে বায়ার্নের জয়ের নায়ক হ্যারি কেইন। 

ম্যাচের দশ মিনিটের আগেই দুই গোলে লিড পেয়ে যায় বায়ার্ন। ষষ্ঠ মিনিটে প্রথম গোলটি আসে আত্মঘাতী থেকে। আর নবম মিনিটে দূর থেকে বাঁ পায়েরণ নেয়া শটে বায়ার্নের লিড দ্বিগুণ করেন হ্যারি কেইন। ৩৩ মিনিটে জেরসন দারুণ এক গোলে ব্যবধান কমায় ফেলিপে লুইজের দল।

তবে প্রথম হাফ শেষ হওয়ার ঠিক আগেই দুই গোলের লিড পায় বায়ার্ন। ৪১তম মিনিটে গোরেটজকার গোলে ৩-১ ব্যবধানে প্রথমার্ধ শেষ করে বাভারিয়ানরা। দ্বিতীয়ার্ধে ৫৫ মিনিটে ইতালিয়ান মিডফিল্ডার জর্জিনহো পেনাল্টি থেকে গোল করে ফ্লামেঙ্গো ব্যবধান ৩-২ করেন।

এই গোলের পর ম্যাচ জমে ওঠে। ফ্ল্যামেঙ্গোর একের পর এক আক্রমণে বিপদে পড়ে বায়ার্ন। তবে ফ্লামেঙ্গো কামব্যাকের স্বপ্ন দেখলেও তা হতে দেননি বায়ার্নের ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেইন। তার ৭৩ মিনিটের গোলে বড় জয়ই নিশ্চিত হয় জার্মান জায়ান্টদের। 

শেষ দিকে গোলের বেশকিছু সুযোগও পেয়েছিল ফ্ল্যামেঙ্গো, তবে বাজে ফিনিশিংয়ের কারণে গোলের দেখা পায়নি। এদিকে ফ্ল্যামেঙ্গোকে বিদায় করে শেষ আটে জায়গা করে নিয়েছে বায়ার্ন। শেষ আটে তাদের প্রতিপক্ষ পিএসজি।