Image description

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে প্রায় ৪৫০ বছর পুরনো একটি মাজার'কে ঘিরে নানা ধরণের কল্পকাহিনী আজও বৃদ্যমান। স্থানীয়ভাবে এটি জোড়া কবর নামে পরিচিত। উপজেলা সদরের আড়িফাইল গ্রামে ঐতিহ্যবাহী আড়িফাইল শাহী জামে মসজিদের পাশেই এই মাজারটির অবস্থান। 

রহস্যে ঘেরা এ জোড়া কবর নিয়ে প্রচলিত আছে নানা ধরণের কল্পকাহিনি। অনেকের মতে ১৬৬২ সালে বারোভূঁইয়ার অন্যতম ঈশা খাঁর শাসন থাকার সময়ে  ঈশাখাঁ আরিফাইল মসজিদ ও পার্শ্ববর্তী জোড়া কবর নির্মাণ করেন। অনেকের ধারণা ঈশাখাঁর দুই স্ত্রী ইন্তেকাল করলে তাদের মসজিদের পাশে কবর দেওয়া হয়। কবর দুটি পাশাপাশি হওয়ায় পরবর্তী সময়ে 'জোড়া কবর' নামে পরিচিতি লাভ করে।

তবে এ তথ্যে বিশ্বাসী নয় স্থানীয় অনেকেই। তাদের দাবি রহস্যময় জোড়া করব ও ঐতিহ্যবাহী আড়িফাইল মসজিদ কে বা কাহারা নির্মাণ করেছে এই সঠিক তথ্য কেউ জানেনা। কবর দুটিতে কারা শুয়ে আছে এটাও অনিশ্চিত। 

রহস্যময় জোড়া কবরটি সরেজমিনে পরিদর্শন করতে গেলে দেখা যায়, কবর দুটিতেও মুঘল স্থাপত্যকলা ও অপূর্ব নির্মাণশৈলীর প্রভাব বিদ্যমান। মাজারের এক কোণে বসে এবাদত বন্দেগিতে ব্যস্ত একদল নারী। 

খোঁজ নিয়ে জানা গেছে, সঠিক তথ্য না জানা গেলেও এই মাজার ঘিরে সাধারণ মানুষদের মাঝে বিশ্বাস ও আস্থা সর্বোচ্চ। প্রতিদিনই অসংখ্য মানুষ এ মাজারটি জিয়ারত করতে আসেন এবং এখানে নামাজ পড়া'সহ দোয়া দুরূদ পড়তে দেখা যায়। অনেকের মতে এখানে মানত করলে মনের আশা পূরণ হয়।