Image description

দিনাজপুরে সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী সহ ১৫৫ জনের বিরুদ্ধে হত্যা চেষ্টা ও বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়েছে। গত ২২ মে (বৃহষ্পতিবার) বিকেলে বিরল থানায় মামলাটি দায়ের করেন বিরল উপজেলার ৭নং বিজোড়া ইউনিয়নের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহ-সভাপতি মোঃ আব্দুর রাজ্জাক।  

মামলায় দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের সাবেক এমপি ও নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীকে প্রধান আসামি করে বিরল উপজেলা আওয়ামী লীগের সভাপতি সবুজার সিদ্দিক সাগর ও  সাধারণ সম্পাদক রমাকান্ত রায় সহ মোট ১৫৫ জনকে আসামি করা হয়। আরো প্রায় ১৫০ থেকে ২০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়। 

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২০১৮ সালের জাতীয় নির্বাচনে জাতীয়তাবাদী দল বিএনপির প্রচার ও প্রচারনায় উপজেলার বিজোড়া ইউনিয়নের ভবানীপুর/বানিয়াপাড়া বাজারের অস্থায়ী নির্বাচনী ক্যাম্পে বিএনপির নেতাকর্মীদের উপরে দেশীয় অস্ত্রে সন্ত্রে সজ্জিত হয়ে। আওয়ামী মনোনীত প্রার্থী দিনাজপুর-২ (বিরল বোচাগঞ্জ) আসনের সাবেক এম.পি ও নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর নির্দেশে এজাহার ভুক্ত আসামি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রমাকান্ত রায় ও মোঃ মনজুরুল হাসান দুলু ৩-৪ টি ককটেল বিস্ফোরণ করে ত্রাস ও নাশকতা সৃষ্টি করে। অস্থায়ী ক্যাম্প সহ সাউন্ড বক্স, ব্যানার, পোষ্টার ভাংচুর ও ধংসযজ্ঞ চালায়।

মামলার আরো বলা হয়, এজাহার ভুক্ত ৫ নং আসামি বিরল উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল লতিফ ও ৬ নং আসামি উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক মোশারফ হোসেন পেট্রোল বোমা নিক্ষেপ করে। এছাড়াও প্রধান আসামী অন্যান্য আসামিদের হুকুম দেন জাতীয়তাবাদী দলের কেউ তাদের বিরুদ্ধে জাতীয় নির্বাচনে ঘোরাঘুরি করলে প্রানে শেষ করে দিতে হুমকি দেন। প্রধান আসামির হুকুম পেয়েই আসামীগণ এলোপাথারি কিল ঘুষি মারপিট নেতাকর্মীদের হত্যার উদ্দেশ্যে লাঠি সোঠা ও দেশীয় অস্ত্র-সন্ত্র লইয়া নেতাকর্মীদের মারপিট করে এবং ইট পাটকেল নিক্ষেপ করে। এছাড়াও নেতাকর্মীদের মোটর সাইকেলের উপর ব্যাপক ভাবে ধংসযজ্ঞ চালিয়ে। নেতাকর্মীদের ১০/১২ টি মোটর সাইকেল ও একটি হায়েজ মাইক্রোবাসে ব্যাপক হামলা করে ভাংচুর ও ধংসযজ্ঞ চালিয়ে। দোকানপাট সহ প্রায় ২৫,০০,০০০/- (পনের লক্ষ) টাকার ক্ষয়ক্ষতি করে।

বিরল থানা ওসি তদন্ত আনিছুর রহমান মামলার রজুর সত্যতা নিশ্চিত করে বলেন। বাদি সহ আরো কয়েক নেতাকর্মী থানায় এসে মামলাটি দায়ের করলে হত্যা চেষ্টা ও বিস্ফোরক আইনে মামলাটি গ্রহন করা হয়।