Image description

চট্টগ্রামের হাটহাজারীতে পারিবারিক কলহের জেরে দুই পক্ষের সংঘর্ষে মানিক (৩৫) নামে এক মানসিক ভারসাম্যহীন যুবক নিহত হয়েছেন। সোমবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার দক্ষিণ মাদার্শা ইউনিয়নের আহমদীয়া পাড়ার মুকুম তালুকদার বাড়িতে এই ঘটনা ঘটে।

নিহত মানিক ওই এলাকার মৃত জামালের ছেলে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, দক্ষিণ মাদার্শা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আহমদীয়া পাড়ায় পারিবারিক বিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে প্রতিপক্ষের লোকজন মানিককে পিটিয়ে গুরুতর আহত করে। স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে, তবে কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়।

একাধিক সূত্র থেকে জানা যায়, রবিবার মানিকের সঙ্গে স্থানীয় যুবদল নেতা তৌহিদের মারামারি হয়। ওই ঘটনায় তৌহিদ আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহত মানিক ও তৌহিদ সম্পর্কে চাচা-ভাতিজা। ধারণা করা হচ্ছে, পূর্বের সেই ঘটনার জের ধরেই রাতে অজ্ঞাতপরিচয় কয়েকজন লোক মানিককে মারধর করে।

দক্ষিণ মাদার্শা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মোহাম্মদ শাহজাহান বাদশা বলেন, “আমি শুনেছি দুই পক্ষের সংঘর্ষে মানিক মারা গেছে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।”

মদুনাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ আহম্মেদ আশরাফ জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায় এবং লাশের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে।

হাটহাজারী মডেল থানার ওসি (তদন্ত) মোস্তাক আহম্মেদ চৌধুরী এবং ওসি আবু কাওসার মাহমুদ হোসেন মঙ্গলবার সকালে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তারা জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে দায়ের করা মামলার ভিত্তিতে পুলিশ ইতিমধ্যে দুজনকে গ্রেপ্তার করেছে এবং ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে।