আখাউড়ায় দিনদুপুরে গৃহবধুকে বেঁধে স্বর্ণালংকার লুট, জনতার হাতে আটক ২

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় জুমার নামাজের সময় ঘরে ঢুকে গৃহবধুকে বেঁধে স্বর্ণালঙ্কার লুট করা হয়েছে। শুক্রবার (২৩ মে) দুপুরে আখাউড়া পৌরসভার নারায়নপুর গ্রামের জয়নাল মিয়ার বাড়িতে এই ঘটনা ঘটে। তবে পালানোর সময় সাইফুল ইসলাম শাহীন (২৪) ও সুমাইয়া আক্তার (২০) নামে দুই লুটেরাকে স্থানীয় জনতা আটক করে থানায় সোর্পদ করেছে।
বাড়ির মালিক জয়নাল মিয়া জানায়, ঘটনার সময় জুমার নামাজ আদায় করতে বাড়ির পুরুষরা সবাই মসজিদে ছিল। এই সুযোগে শাহীন ও সুমাইয়া স্বামী স্ত্রী পরিচয়ে ঘরে প্রবেশ করে তার স্ত্রীকে বেঁধে স্বর্ণালঙ্কার লুট করে। লুটেরা দুইজন পালানোর সময় তার স্ত্রী চিৎকার করলে স্থানীয় জনতা দৌড়ে এসে তাদেরকে আটক করে পুলিশে সোর্পদ করে। সব স্বর্ণালংকার উদ্ধার হয়নি বলেও তিনি জানান।
আটককৃতরা স্বামী-স্ত্রী পরিচয়ে আখাউড়া পৌরসভার কলেজ পাড়ায় বসবাস করলেও তাদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায়। আটককৃতদের নিকট থেকে দেশীয় দুইটি দাড়ালো অস্ত্র উদ্ধার হয়েছে। স্বর্ণালংকার লুটের সময় গৃহবধুকে ভয় দেখানোর কাজে এই অস্ত্র ব্যবহার করা হয়।
আখাউড়া থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোহাম্মদ ছমি উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
Comments