Image description

দিনাজপুরের বীরগঞ্জে ঢাকা-পঞ্চগড় মহাসড়কে ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে ৪ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১৯ মে) সকাল সাড়ে ৬টায় উপজেলার সাতোর ইউনিয়নের দিনাজপুর-পঞ্চগড় সড়কের বাবলু ফার্মের সামনে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হলেন, ঠাকুরগাঁও জেলা অ্যাকাউন্টস অফিসের অডিটর মো. জুলফিকার আলি (৪০), দিনাজপুর জেলা অ্যাকাউন্টস অফিসের সুপারিনটেনডেন্ট মো. দেলোয়ার হোসেন (৫০), ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা অ্যাকাউন্টস অফিসের অডিটর মো. ইমরুল হাসান (৪৫) এবং মাইক্রোবাস চালক মানিক হোসেন (৪২)।

এ ঘটনায় মাইক্রোবাসের আরও তিনযাত্রী আহত হয়েছেন। আহতদের ঠাকুরগাঁও সদর আধুনিক হাসপাতালে ভর্তি করে স্থানীয় লোকজন।

বীরগঞ্জ ফায়ার সার্ভিসের ষ্টেশন সাব অফিসার মো. মসলেম উদ্দিন জানান, মাইক্রোবাস যোগে ঠাকুরগাঁও হতে রংপুর যাওয়ার পথে বাবলু ফার্মের সামনে বিপরীতমুখী একটি সিমেন্টবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখী সংঘর্ষ বাধে। এতে মাইক্রোবাসের চালক মানিক হোসেন এবং যাত্রী মো. দেলোয়ার হোসেন ঘটনাস্থলেই মারা যান।  স্থানীয় লোকজন আহতদের ঠাকুরগাঁও সদর আধুনিক হাসপাতালে ভর্তি করে। পরে দুজন মারা যান। 

দিনাজপুরের দশমাইল হাইওয়ে পুলিশের ওসি মো. ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে আইনি প্রক্রিয়া শুরু করেছে হাইওয়ে পুলিশ।

সত্যতা স্বীকার করে একসঙ্গে কয়েকজন সরকারী অফিসারের মর্মান্তিক অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর।