
গাজায় ইসরায়েলের নতুন সামরিক অভিযান শুরুর পরপরই কাতারের রাজধানী দোহায় বন্দি বিনিময় চুক্তি নিয়ে আলোচনার প্রস্তাব দিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা এই খবর জানিয়েছে।
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এই প্রস্তাবের সত্যতা নিশ্চিত করে বলেছেন, গাজায় ‘অপারেশন গিদিওনস চ্যারিয়ট’ শুরু হওয়ার পরই হামাস এই আলোচনার প্রস্তাব দেয়।
এদিকে, হামাসের একজন শীর্ষ নেতা তাহের আল-নোনো বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, কোনো পূর্বশর্ত ছাড়াই দোহায় নতুন করে আলোচনা শুরু হয়েছে।
ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়াল্লার খবরে বলা হয়েছে, ইসরায়েলের একটি প্রতিনিধিদল শনিবার রাত পর্যন্ত কাতারে অবস্থান করবে। প্রস্তাবিত চুক্তিতে ১০ জন বন্দির মুক্তির বিনিময়ে ৪৫ দিনের যুদ্ধবিরতির কথা বলা হয়েছে।
উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর হামাসের ইসরায়েল হামলার পর তেল আবিব গাজায় পাল্টা সামরিক অভিযান শুরু করে। ওই হামলায় প্রায় ১২০০ ইসরায়েলি নিহত এবং ২৫০ জনকে জিম্মি করে হামাস। ইসরায়েলের প্রতিশোধমূলক নৃশংস হামলায় এখন পর্যন্ত গাজায় ৫২ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত এবং লক্ষাধিকের বেশি মানুষ আহত হয়েছেন।
এর আগে চলতি বছরের জানুয়ারিতে হামাস ও ইসরায়েলের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি হলেও, প্রথম ধাপের পর ইসরায়েল দ্বিতীয় ধাপে আর যায়নি এবং গাজায় পুনরায় হামলা শুরু করে। ইসরায়েলের দাবি, গাজা থেকে হামাসকে নির্মূল করাই তাদের এই অভিযানের লক্ষ্য।
Comments