
একটি মুরগির ডিম থেকে ফুটেছে দুটি বাচ্চা । বিরল এঘটনা ঘটেছে যশোর সদর উপজেলার তফসিডাঙ্গা গ্রামে । ওই এলাকায় বসবাসকারী শৌখিন খামারি মিম ইসলামের একটি দেশি মুরগির ডিম থেকে বিরল এই যমজ বাচ্চার জন্ম হয়েছে। অন্য বাচ্চাদের সাথে স্বাভাবিক ভাবেই ঘুরে বেড়াচ্ছে তারা। হালকা হলুদ এবং সাদাটে রঙের বাচ্চা দুইটির বয়স মাত্র ৩দিন। তবে জমজ বাচ্চা হলেও অন্য বাচ্চাদের মতোই স্বাভাবিক রয়েছে বাচ্চা দুইটি।
দীর্ঘ ১৫ বছর ধরে শখের বসে মুরগি পালন করে আসা মিম ইসলাম জানিয়েছেন, অন্যান্য ডিমের মতোই এই ডিমটিও স্বাভাবিকভাবে তা দেওয়ার জন্য রাখা হয়েছিল। গত ১৫ মে ডিম ফোটার পর দুইটি ছোট, সুন্দর ও সুস্থ মুরগির ছানা দেখতে পেয়ে তিনি বিস্মিত হন। এমন ঘটনা দেশে এটিই প্রথম বলে দাবি করেন তিনি।
মিম ইসলামের স্বামী চাচড়া ইউনিয়নের উপ সহকারী কৃষি অফিসার আব্দুর রহমান জানান, কখনো কখনো ডিমের দুইটি কুসুম দেখা গেলেও একটি ডিম থেকে দুটি বাচ্চার জন্মের ঘটনা বিরল । বাচ্চা দুটির উপর বৈজ্ঞানিকভাবে পরীক্ষা করা উচিত বলেও মনে করেন তিনি। তাই জমজ এই বাচ্চা দুটিকে বিশেষ যত্নে রেখেছেন এই দম্পতি ।
এ বিষয়ে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রাশেদুল হক বলেন, একটি ডিমে দুটি বাচ্চা জন্ম নেওয়া খুব বিরল একটি ঘটনা। সাধারণত, একটি ডিমে দুটি কুসুম থাকতে পারে, যা দুটি ভ্রূণ তৈরি করতে পারে, কিন্তু সেই ডিম থেকে দুটি বাচ্চা মুরগি জন্ম নেওয়া খুবই অস্বাভাবিক। বেশিরভাগ ক্ষেত্রে, দুটি ভ্রূণ সঠিকভাবে বিকাশ লাভ করতে পারে না এবং ডিমটি নিষ্ফল হয়ে যায়। তবে, খুব বিরল ক্ষেত্রে দুটি বাচ্চা ডিম থেকে বের হতে পারে, যা প্রকৃতির একটি ব্যতিক্রমী ঘটনা।
বর্তমানে মিম ইসলাম ও আব্দুর রহমান দম্পতির খামারে প্রায় ৭০টি মুরগি রয়েছে।
Comments