
বাজারভিত্তিক বিনিময় হার চালুর তিন কার্যদিবসের মধ্যেই দাম বাড়তে শুরু করেছে ডলারের দাম। বাংলাদেশ ব্যাংকের রেফারেন্স রেটে শনিবার ডলারের দাম ২০ পয়সা বেড়ে দাঁড়িয়েছে ১২২ টাকা ২০ পয়সা, যা প্রায় পাঁচ মাস পর সর্বোচ্চ।
বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের ডলারের দাম বৃদ্ধির প্রভাবে মূলত এই রেফারেন্স রেট বেড়েছে। শনিবার বেশিরভাগ ব্যাংক সর্বোচ্চ ১২২ টাকা দরে ডলার কেনাবেচা করলেও, কিছু ব্যাংক বেশি দামে রেমিট্যান্স কেনায় ১২২ টাকা ২০ পয়সা থেকে ১২৩ টাকা পর্যন্ত দামে ডলার বিক্রি করেছে।
তবে খোলা বাজার ও মানিচেঞ্জার্সগুলোতে ডলারের দাম আগের চেয়ে কিছুটা বেড়েছে। শনিবার খোলা বাজারে ডলারের সর্বোচ্চ দাম ছিল ১২৬ টাকা, যেখানে বৃহস্পতিবার এই দাম ছিল ১২৫ টাকা ৬০ পয়সা।
উল্লেখ্য, বৈদেশিক মুদ্রা বাজারের স্থিতিশীলতা বজায় রাখতে কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোর বৈদেশিক মুদ্রা বেচাকেনার কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। একইসাথে ডলারের সরবরাহ ও দেনা পরিস্থিতির ওপরও নজর রাখা হচ্ছে। কেন্দ্রীয় ব্যাংকের মতে, রেমিট্যান্স ও রপ্তানি আয়ের মাধ্যমে ডলারের প্রবাহ বৃদ্ধি পাওয়ায় ব্যাংকগুলোতে ডলারের দাম স্বাভাবিক রয়েছে। তবে ব্যাংকগুলোর ডলার কেনাবেচার ক্ষেত্রে ক্রয়-বিক্রয় মূল্যের ব্যবধান উল্লেখযোগ্যভাবে কমে এসেছে। আমদানির ক্ষেত্রে ব্যাংকগুলো এখনও সর্বোচ্চ ১২২ টাকা দরে ডলার বিক্রি করছে।
বাজার নিয়ন্ত্রণে রাখতে কেন্দ্রীয় ব্যাংক প্রতিদিন দুই দফায় (বেলা ১১টা ও বিকাল ৫টা) ডলারের রেফারেন্স রেট প্রকাশ করছে এবং ব্যাংকগুলোকে এই হারের চেয়ে বেশি দামে ডলার বিক্রি করতে নিষেধ করেছে। অতিরিক্ত দাম হাঁকালে তার কারণ অনুসন্ধানের কথাও জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
শনিবার বেলা ১১টায় প্রকাশিত রেফারেন্স রেট ছিল ১২১ টাকা ৯১ পয়সা, যা বিকাল ৫টায় বেড়ে ১২২ টাকা ২০ পয়সায় দাঁড়িয়েছে।
বিশেষজ্ঞরা মনে করছেন, বাজারভিত্তিক বিনিময় হার কার্যকরের ফলে ভবিষ্যতে ডলারের দামে আরও পরিবর্তন আসতে পারে।
Comments