Image description

মানবিক করিডোর ও চট্টগ্রাম সমুদ্র বন্দর বিদেশি কোম্পানির হাতে দেয়ার নামে প্রধান উপদেষ্টা বিদেশে কী চুক্তি করেছেন সে বিষয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। শনিবার খুলনা সার্কিট হাউজ মাঠে 'তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ'-এ তিনি এই মন্তব্য করেন। এ সময় সরকারের প্রতি আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানান তিনি। 

সালাহউদ্দিন আহমেদ বলেন, "প্রধান উপদেষ্টা আমাদের যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, সংস্কার ও বিচার প্রক্রিয়া চলমান থাকবে, যে সরকারই ক্ষমতায় আসুক না কেন। যারা আপনাকে বিভ্রান্ত করছে, সেই ফ্যাসিবাদী দোসরদের আপনার উপদেষ্টা পরিষদ থেকে সরিয়ে দিন।"

তিনি দুই ছাত্র উপদেষ্টাকে অপসারণের দাবি জানিয়ে বলেন, "যদি আপনি নিরপেক্ষতা বজায় রাখতে চান, তাহলে ওই এনসিপি মার্কা দুই উপদেষ্টাকে পদত্যাগ করতে বলুন। যদি তারা পদত্যাগ না করে, তবে আপনি তাদের বিদায় করুন। জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে হয় নিজে পদত্যাগ করতে হবে, না হয় আপনাকে তাকে বিদায় করতে হবে। বিদেশি নাগরিকের হাতে দেশের নিরাপত্তা সংক্রান্ত কোনো জাতীয় দায়িত্ব থাকতে পারে না।"

তিনি আরও বলেন, সংস্কার ও বিচারের অজুহাতে দেশের গণতন্ত্রকে আটকে রাখা যাবে না।

সালাহউদ্দিন আহমেদ রাখাইনে মানবিক করিডোর নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট করার আহ্বান জানান। তিনি অভিযোগ করেন, নিরাপত্তা উপদেষ্টা মানবিক করিডোরের নামে দেশকে যুদ্ধক্ষেত্রে পরিণত করতে চান।