Image description

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ গ্রহণে সরকার নানাভাবে কালক্ষেপণ করছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতা প্রকৌশলী ইশরাক হোসেন। শনিবার(১৭ মে) সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন।

ইশরাক হোসেন বলেন, নির্বাচন ট্রাইবুনালের রায় ও নির্বাচন কমিশনের গেজেট প্রকাশের পরও তার শপথ অনুষ্ঠানে গড়িমসি করা হচ্ছে। তিনি এটিকে ইচ্ছাকৃত বিলম্ব বলে উল্লেখ করেন এবং জানান যে তিনি শপথ গ্রহণের জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছেন।

তিনি আরও বলেন, নির্বাচন ট্রাইব্যুনালের রায় অনুযায়ী নির্বাচন কমিশন সম্পূর্ণ আইনি পদক্ষেপ নিয়ে গেজেট প্রকাশ করেছে। তবে গেজেট প্রকাশের ২০ দিন পার হলেও এখন পর্যন্ত শপথ গ্রহণের কোনো পদক্ষেপ নেওয়া হয়নি, যা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের স্থানীয় বিভাগের এখতিয়ারভুক্ত।

এ প্রসঙ্গে স্থানীয় সরকার বিভাগের সচিব বরাবর পাঠানো চিঠির উল্লেখ করে ইশরাক হোসেন বলেন, ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯ অনুযায়ী, কোনো ব্যক্তি মেয়র হিসেবে নির্বাচিত হলে এবং তার নাম সরকারি গেজেটে প্রকাশিত হলে, ৩০ দিনের মধ্যে শপথ গ্রহণের ব্যবস্থা নেওয়া বাধ্যতামূলক। শপথ গ্রহণের দাবিতে স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত কোনো ইতিবাচক সাড়া মেলেনি।’

তিনি আইনের স্পষ্ট বাধ্যবাধকতা থাকা সত্ত্বেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নীরব ভূমিকাকে উদ্বেগজনক বলে মন্তব্য করেন। ইশরাক হোসেন বাংলাদেশ নির্বাচন কমিশন ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতি অবিলম্বে তাকে নির্বাচিত মেয়র হিসেবে শপথ গ্রহণের ব্যবস্থা করার আহ্বান জানান।

মেয়র পদে শপথগ্রহণের দাবিতে রাজপথে আন্দোলনের বিষয়ে তিনি বলেন, ব্যক্তিগতভাবে কাউকে আন্দোলন করতে বলেননি এবং দলীয়ভাবেও কোনো কর্মসূচি দেওয়া হয়নি। তবে জনগণ স্বতঃস্ফূর্তভাবে প্রতিবাদ জানাচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

ইশরাক হোসেন ডিএসসিসির নির্বাচনকে অবৈধ আখ্যা দিয়ে বলেন, তারা যথাসময়ে এই বিষয়ে নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করেছিলেন। কিন্তু অবৈধভাবে নির্বাচিত মেয়র প্রভাব খাটিয়ে বিষয়টি আটকে রেখেছিলেন এবং সেই সময় আদালতও সরকারের নিয়ন্ত্রণে ছিল বলে তিনি অভিযোগ করেন।

উল্লেখ্য, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ডিএসসিসি নির্বাচনে বিএনপির মনোনীত মেয়র প্রার্থী ছিলেন প্রকৌশলী ইশরাক হোসেন। ওই নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ করা হয়। এর বিরুদ্ধে ইশরাক হোসেন নির্বাচন ট্রাইবুনালে মামলা করেন এবং ট্রাইবুনাল ২০২৫ সালের ২৭ মার্চ রায় দেয়। রায়ে নির্বাচন কমিশনের ২০২০ সালের গেজেট বাতিল করে ইশরাক হোসেনকে বৈধ মেয়র ঘোষণা করা হয়। এই রায়ের ভিত্তিতে নির্বাচন কমিশন ২০২৫ সালের ২৭ এপ্রিল নতুন গেজেট প্রকাশ করে।