Image description

নাটোরের গুরুদাসপুরে ভুটভুটির চাকায় পিষ্ঠ হয়ে মোটরসাইকেল আরোহী সাজেদুল ইসলাম সাজু (২০) নামের এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। উপজেলার নারীবাড়ি মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত সাজেদুল ইসলাম সাজু ওই এলাকার ফরিদ উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানান, বনপাড়ার দিক থেকে গুরুদাসপুরে আসছিল বেটারি বহনকারী ওই ভুটভুটি। পাটপাড়ার হাজীবাজার সড়কে ওভারটেক করতে গিয়ে ভুটভুটির চাকার নিচে পিষ্ঠ হন মোটরসাইকেল আরোহী সাজু। ঘটনাস্থল থেকে আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এলাকাবাসী ঘাতক ভুটভুটিকে আটক করতে পারলেও পালিয়ে গেছে চালক।

স্থানীয় সাবেক কাউন্সিলর মুঞ্জুয়ারা বেগম ও তার স্বামী খোকন খান বলেন, এ ব্যাপারে কারো কোনো অভিযোগ নেই। পারিবারিকভাবে তার লাশ দাফন করা হয়েছে।