Image description

আন্তর্জাতিক ক্রিকেটে ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা এবং ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে অনেকটা ব্রাত্য হয়ে থাকার পর অবশেষে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরছেন সাকিব আল হাসান। প্রায় সাড়ে পাঁচ মাস পর স্থগিত হওয়া পাকিস্তান সুপার লিগ (পিএসএল) পুনরায় শুরুর পর মাঠে নামবেন তিনি। ইতোমধ্যেই লাহোর কালান্দার্সের হয়ে খেলতে ইসলামাবাদে দলের সঙ্গে যোগ দিয়েছেন বাংলাদেশের এই অলরাউন্ডার।

নিউজিল্যান্ডের অলরাউন্ডার ডেরিল মিচেলের বদলি হিসেবে সাকিবকে দলে নিয়েছে লাহোর কালান্দার্স। মিচেল পিএসএলের বাকি অংশে খেলতে পারবেন না। দীর্ঘ সময় পর মাঠে নামার আগে ভক্তদের উদ্দেশে বার্তা দিয়েছেন সাকিব। তিনি বলেন, "পিএসএলে আবারও ফিরতে পেরে আমি উচ্ছ্বসিত। আশা করি আগামীকাল একটি ভালো ম্যাচ হবে। খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ। আমি সেটার অপেক্ষায় আছি।"

পিএসএলের দশম আসরে লিগ পর্বে এখন পর্যন্ত ৯ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় চতুর্থ স্থানে আছে লাহোর কালান্দার্স। আগামীকাল (১৮ মে) রাওয়ালপিন্ডিতে পেশোয়ার জালমির বিপক্ষে তাদের শেষ ম্যাচ। এই ম্যাচে জয় পেলে দলটি প্লে-অফে জায়গা করে নেবে। লাহোর যদি প্লে-অফে যেতে পারে, তাহলে ফ্র্যাঞ্চাইজিটির স্কোয়াডে আরও কয়েকটি ম্যাচে সাকিবকে মাঠে দেখা যেতে পারে।

এর আগে গত বছরের ৩০ নভেম্বরে সাকিবকে সর্বশেষ মাঠে দেখা গেছে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি টি-টেন ক্রিকেটে। সেখানে বাংলা টাইগার্সের হয়ে শেষ ম্যাচটি খেলেছেন তিনি। আর স্বীকৃত ক্রিকেটে তিনি সর্বশেষ খেলেছেন গত সেপ্টেম্বরে ভারত সফরে বাংলাদেশের হয়ে টেস্ট সিরিজে। ফলে সাকিবের থমকে থাকা ক্রিকেট ক্যারিয়ারে কিছুটা গতি ফিরতে যাচ্ছে, যা তার ভক্ত-সমর্থকদের জন্য নিঃসন্দেহে খুশির খবর।