Image description

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে চলমান আন্দোলনের মধ্যেই শনিবার সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেন। গণমাধ্যমে পাঠানো এক ক্ষুদে বার্তায় তিনি এ তথ্য জানান। 

ক্ষুদে বার্তায় জানানো হয়, আজ সন্ধ্যা সাড়ে ছয়টায় জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে ডিএসসিসির মেয়র হিসেবে দায়িত্ব বুঝিয়ে দেওয়া নিয়ে যে সংকট চলছে, সেই সামগ্রিক বিষয় নিয়ে কথা বলবেন তিনি । 

উল্লেখ্য, ইশরাক হোসেনের সমর্থকরা আজ সচিবালয় অভিমুখে লংমার্চ কর্মসূচি পালন করেন, যা পুলিশের বাধায় পণ্ড হয়ে যায়। এই কর্মসূচির পর পরই ইশরাক হোসেনের সংবাদ সম্মেলনের ঘোষণা এলো।