মায়ানমারে পাচারের সময় ৩৪০ বস্তা ইউরিয়া সারসহ বোট জব্দ

চট্টগ্রেমের সীতাকুণ্ড উপজেলার কুমিরা নৌ পুলিশের অভিযানে মfয়ানমারে পাচারের সময় ৩৪০ বস্তা সরকারী ইউরিয়া সারসহ একটি বোট জব্দ করেছে। এঘটনায় গতকাল শুক্রবার রাতে একটি মামলা দায়ের করেছে নৌ-পুলিশ।
গত বুধবার দুপুরের দিকে পাহাড়তলী থানাধীন খেজুরতলা ট্রলার ঘাটস্থ সাগর পাড়ে গোপন সংবাদের সূত্রে কুমিরা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মোহাম্মদ ওয়ালী উদ্দিন আকবর এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে ৩৪০ বস্তা ইউরিয়াসহ একটি কাঠের বোট আটক করেন। উদ্ধারকৃত সারের মূল্য চার লক্ষ ঊনষাট হাজার টাকা।
জানা যায়, চট্টগ্রামের আনোয়ারা থানাধীন কাফকো (কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানী) সার কারখানা হতে বিসিআইসি (বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাষ্ট্রিজ কর্পোরেশন) কর্তৃক ক্রয়কৃত ইউরিয়া সার অবৈধভাবে মfয়ানমারে (বার্মা) পাচারের উদ্দেশ্যে একটি ট্রলার কাট্টলী খেজুরতলা ট্রলার ঘাটে অবস্থান করছে গোপন সূত্রে জানতে পারেন কুমিরার নৌ পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বোটে থাকা লোকজন কৌশলে পালিয়ে যায়। এসময় এফ.বি আবদুর রহমান-১ নামে ইঞ্জিন চালিত পুরাতন কাঠের বোটের দুইটি বক্সের ভিতর বিশেষ কৌশলে রাখা ৩৪০ বস্তা ইউরিয়া সার উদ্ধার করে।
কুমিরা নৌ- পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ মোহাম্মদ ওয়ালী উদ্দিন আকবর বলেন, গোপন সংবাদের সূত্রে খবর পেয়ে আমরা কাট্টলী রাশমনিঘাট এলাকায় একটি বোট থেকে সরকারী ৩৪০ বস্তা ইউরিয়া সার জব্দ করি।ইউরিয়া সারগুলো অবৈধভাবে মfয়ানমারে (বার্মা) পাচার করছিল। এ ঘটনায় শুক্রবার (১৬ মে) রাতে আব্দুল করিম ও জসীম উদ্দিনসহ তাদের অজ্ঞাতনামা সহযোগীদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন (১৯৭৪ এর সংশ্লিষ্ট ধারায়) নগরীর পাহাড়তলী থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে। গত বুধবার দুপুরের দিকে পাহাড়তলী থানাধীন খেজুরতলা ট্রলার ঘাটস্থ সাগর পাড়ে গোপন সংবাদের সূত্রে কুমিরা নৌ- পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মোহাম্মদ ওয়ালী উদ্দিন আকবর এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে ৩৪০ বস্তা ইউরিয়াসহ একটি কাঠের বোট আটক করেন। উদ্ধারকৃত সারের মূল্য চার লক্ষ ঊনষাট হাজার টাকা।
Comments