Image description

মিয়ানমারের সামরিক সরকারের প্রধান মিন অং হ্লাইংয়ের সঙ্গে বৈঠক করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বিরল এই বৈঠককে চীনের পক্ষে জান্তা সরকারের প্রতি সমর্থনের বার্তা হিসেবে দেখছেন বিশ্লেষকেরা। 

গত ৯ মে মস্কোয় রাশিয়ার বিজয় দিবসের অনুষ্ঠানে এই বৈঠক অনুষ্ঠিত হয় বলে জানিয়েছে হংকংভিত্তিক সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট। 

চীনা রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম জানিয়েছে, এই বৈঠক ২০২১ সালের মিয়ানমারে অভ্যুত্থানের পর জান্তার সঙ্গে চীনের সর্বোচ্চ পর্যায়ের যোগাযোগ। বৈঠকে শি মিয়ানমারকে রাজনৈতিক অগ্রগতির পথে এগিয়ে নিতে আহ্বান জানান এবং চীনা নাগরিক ও প্রকল্পগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে বলেন।

ইউনাইটেড স্টেটস ইনস্টিটিউট অফ পিস (ইউএসআইপি)-এর মিয়ানমার প্রোগ্রামের কান্ট্রি ডিরেক্টর জেসন টাওয়ার বলেন, ‘চার বছরের ব্যবধানের পর এই বৈঠক জান্তা সরকারের প্রতি চীনের স্পষ্ট সমর্থনকে তুলে ধরে।’

তিনি আরও বলেন, ‘রাশিয়ার মাটিতে এই বৈঠক রাশিয়া ও চীনের মধ্যে সমন্বয়ের ইঙ্গিতও দেয়।’

রাশিয়া ও চীন-দুই দেশই পশ্চিমা নিষেধাজ্ঞার আওতায় রয়েছে এবং মিয়ানমারেও তারা সামরিক সরকারের প্রতি সহানুভূতিশীল। রাশিয়া জান্তাকে অস্ত্র সরবরাহ করছে এবং বাণিজ্য সম্প্রসারণেও আগ্রহী।