Image description

দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ইংরেজি ভাষায় দক্ষতা যাচাই ও বিকাশের লক্ষ্যে আয়োজিত ‘মেইভেন ইংলিশ অলিম্পিয়াড ২০২৫’ সফলভাবে সম্পন্ন হয়েছে। এবারের আয়োজনে তিন হাজারের বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করে, যা দেশের অন্যতম বৃহৎ ইংলিশ অলিম্পিয়াড হিসেবে বিবেচিত হচ্ছে।

এই আয়োজনের সহযোগিতায় ছিল মাইলস্টোন কলেজ, যারা শুরু থেকেই আয়োজনটিকে সফল করে তুলতে ব্যাপক সহায়তা করেছে। এছাড়াও ইভেন্ট পার্টনার হিসেবে ছিলো বি গ্লোবাল কনসালটেন্সি। 

১৮ জানুয়ারি এই অলিম্পিয়াডের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়, যেখানে শিক্ষার্থীরা গ্রামার, ভোকাবুলারি, কম্প্রিহেনশনসহ বিভিন্ন বিষয়ে নিজেদের দক্ষতা প্রদর্শন করে। আজ জমকালো আয়োজনের মধ্য দিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এবারের প্রতিযোগিতায় মোট পুরস্কারমূল্য ছিল ২৯ হাজার  টাকা, যা বিজয়ীদের মাঝে তুলে দেওয়া হয়।

প্রতিযোগিতায় কলেজ ও স্কুল পর্যায়ে বিজয়ী শিক্ষার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। কলেজ পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছেন মো. মেহেরাজ মোর্শেদ। প্রথম রানার আপ হয়েছেন ইরফান সাদিক এবং দ্বিতীয় রানার আপ সাজিদুল ইসলাম। এছাড়াও কলেজ পর্যায়ে সম্মানজনকভাবে উল্লেখযোগ্য শিক্ষার্থীরা হলেন— তাহসিন বাশার, মোঃ রাইয়ান রহমান, আতিফ আলম ও সায়েমুল আহসান। 

স্কুল পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছেন এমডি. মাহির রহমান। প্রথম রানার আপ হয়েছেন শাফিকা জারিন রহমান এবং দ্বিতীয় রানার আপ শাহ সামানিয়া সিদ্দিকা। স্কুল পর্যায়ের সম্মানজনকভাবে উল্লেখযোগ্য শিক্ষার্থীরা হলেন— শিহসির আক্তার মিম ও ফাতিন মুনতাকা খান।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইলস্টোন কলেজ এর অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম। তিনি বলেন, মেইভেন ইংলিশ অলিম্পিয়াডের মাধ্যমে আমাদের শিক্ষার্থীরা তাদের ভাষাগত দক্ষতা উন্নয়নের সুযোগ পেয়েছে, যা তাদের একাডেমিক ও পেশাগত জীবনে বড় সহায়ক হবে। এই ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে আত্মবিশ্বাস ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলে, যা ভবিষ্যতে তাদের সাফল্যের ভিত্তি স্থাপন করবে।