Image description

সম্প্রতি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে নির্মাতা চয়নিকা চৌধুরী পরিচালিত ‘কাগজের বউ’ ছবিটি। প্রথম দিকে এটি ওয়েব ফিল্ম হিসেবে নির্মিত হলেও পরবর্তিতে তা পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে মুক্তি পায়। এ নিয়ে ছবিটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা নায়ক মামনুন হাসান ইমন বেশ ক্ষোভ জানিয়েছিলেন।

তবে সিনেমাটি মুক্তির পর কোথাও কোনেো প্রচারে দেখা যায়নি এই অভিনেতাকে। এর কারন জানতে চাইলে একটি গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে ইমন বলেন, ‘কাগজের বউ’ কীভাবে চলচ্চিত্র হিসেবে মুক্তি পেয়েছে, এটাই বুঝিনি। শুটিং শুরুর আগে পরিচালক চয়নিকা চৌধুরী একদিন আমাকে ফোন করে বললেন, ইমন আমি একটা ওয়েব ফিল্ম বানাব, গল্পটা হচ্ছে এ রকম। বললাম, অন্য আর্টিস্ট কে কে থাকবেন? তখন তিনি বললেন,পরীমনি। ডি এ তায়েবের কথাও বলেছিলেন। তারপর গল্পটা শুনে রাজি হয়েছি। শুটিং করলাম। কী কারণে যেন আমার কিছু অংশের তো শুটিংই হয়নি। একটা সময় শুনি, এটার প্রযোজক ডি এ তায়েব ভাই। পরে অবশ্য এত কিছু আর ভাবিনি। যেহেতু পরীমনির সঙ্গে কাজই হয়নি, গল্পটাও ভালো। ভাবলাম, ওয়েব ফিল্ম হিসেবে একটা কাজ হোক। পরিচালক থেকে শুরু করে আমরা শিল্পীরা সবাই জানি, এটা ওয়েব ফিল্ম। কিন্তু পরে শুনি, ফুটেজ দেখার পর প্রযোজকের মনে হয়েছে, এটা ফিল্ম হয়ে যেতে পারে।

ইমনের এমন অভিযোগের ভিত্তিতে নির্মাতা চয়নিকা চৌধুরী বলেছিলেন, বিষয়টি নিয়ে আমি কথা বলতে চাই না। তাছাড়া ইমনতো আমার নাম উল্লেখ করে কিছু বলেনি। সুতরাং বিষয়টি নিয়ে জানতে হলে ছবির প্রযোজক ডি এ তায়েবের সঙ্গে কথা বলুন।

অভিনেতা ডি এ তায়েবের সঙ্গে কথা বললে তিনি বলেছিলেন, আসলে এ বিষয়ে আমি কিছুই জানি না। ইমন আমার খুব কাছের ছোট ভাই, সে কেনো এমন করলো তাও বুঝতে পারছি না। হয়তো সে আলোচনায় আসতেই এমন মন্তব্য করেছেন। তাছাড়া ছবির প্রযোজকও আমি না।

এদিকে সম্প্রতি অভিনেতা ডি এ তায়েবের ও ইমনের একটি কল রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। যেখানে ডি এ তায়েব নায়ক ইমনকে বলছেন, ইমন তোমার একটি ইন্টারভিউ দেখলাম, তুমি কিন্তু খুব অন্যায় করেছো। আমি কিন্তু কখনোই তোমাকে কাস্টিং করি নাই, আর আমি এই সিনেমার প্রযোজকও না। তোমার কাছে চুক্তিপত্র থাকলে তা দেখাও নইলে বিপদে পড়বা।

মাহির সর্বনাশ করেছো, আমার সঙ্গে লাগতে এসো না উল্লেখ করে ডি এ তায়েব আরও বলেন, তোমার জন্য মাহিও সিনেমাটি করেনি। তুমি একবার একটা কাজ করে সর্বনাশ করেছো মাহির। তোমার কাজের জন্য একজন মন্ত্রীর মন্ত্রীত্ব চলে গেছে। আর এইবার আমি ধরলে কিন্তু পচে যাবা, তোমার পিছনে যত বেকিংয়ি থাকুক না কেন?

তোমার সঙ্গে আমার কোন লেনদেন নেই উল্লেখ করে তিনি বলেন, আমি তোমার মত মানুষকে কখনোই কোন সিনেমাকে নিবো না। আইন প্রমাণ চায় সব সময়। তুমি টিভি চ্যানেলে ইন্টারভিউ দিয়ে বড় কিছু হয়ে যাও নাই। প্রমাণ থাকলে দেখাও, নাইলে তুমি কিন্তু বিপদে পড়ে যাবা। জ্ঞানে আসো, হুঁশে আসো।

প্রসঙ্গত, ‘কাগজের বউ’ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন পরীমণি। এই সিনেমায় আরও অভিনয় করছেন ডিএ তায়েব, ইমন, আবুল হায়াত, দিলারা জামান প্রমুখ।


মানবকণ্ঠ/এফআই