
ভারতের তেলেঙ্গানা রাজ্যে একটি কারখানায় বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৩২ জনে দাঁড়িয়েছে। এছাড়া এখনো ২৭ জন নিখোঁজ রয়েছেন। মঙ্গলবার (১ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।
প্রতিবেদন বলছে, হায়দরাবাদ থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে সাঙ্গারেড্ডি জেলার পশামিলারাম শিল্প এলাকায় সিগাচি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ওষুধ কারখানায় ওই বিস্ফোরণের ঘটনা ঘটে। আহতদের মধ্যে প্রায় ১৫ জন রাতে হাসপাতালে মারা যান। সবমিলিয়ে নিহত ৩২।
এনডিটিভি লিখেছে, তেলেঙ্গানার সবচেয়ে ভয়াবহ শিল্প দুর্ঘটনা এটি। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। উদ্ধারকর্মীরা বিস্ফোরণে ধসে পড়া তিন তলা ভবনের ধ্বংসস্তূপে সন্ধান চালিয়ে যাচ্ছেন।
নিহতদের বেশিরভাগই বিহার, উত্তরপ্রদেশ এবং ওড়িশার মতো রাজ্য থেকে আসা অভিবাসী শ্রমিক। বিস্ফোরণের সময় কারখানায় ১০৮ জন শ্রমিক ছিলেন। কারখানার প্রায় পাঁচ কিলোমিটার দূর থেকে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছিল। বিস্ফোরণে আগুন লেগে যায়।
কর্মকর্তাদের দেওয়া তথ্যমতে, ২৭ জন শ্রমিক এখনও নিখোঁজ রয়েছেন। তারা ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
Comments