
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস দাবি করেছেন, দেশ স্বাভাবিক প্রক্রিয়ার মধ্য দিয়ে চলছে না, বরং অস্বাভাবিক প্রক্রিয়ায় পরিচালিত হচ্ছে। শনিবার (৬ সেপ্টেম্বর) ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে দেখতে গিয়ে তিনি এ কথা বলেন। নুর আইনশৃঙ্খলা বাহিনীর মারধরে গুরুতর আহত হয়েছেন।
মির্জা আব্বাস বলেন, “নুরুল হক নুরের ওপর হামলা উদ্দেশ্যমূলক। এর সুষ্ঠু তদন্ত করে দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানাচ্ছি।” তিনি নুরের বিদেশে চিকিৎসার জন্য দ্রুত পাঠানোর আহ্বান জানিয়ে বলেন, “উন্নত চিকিৎসার জন্য তাকে তাড়াতাড়ি বিদেশে পাঠানো হোক, যাতে তিনি সুস্থ হয়ে ফিরে আসতে পারেন।”
তিনি আরও বলেন, “টার্গেট করে কিছু লোকের ওপর হামলা হচ্ছে। সরকারের উচিত এর উৎস খুঁজে বের করা। না হলে মনে হবে সরকার তাদের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারছে না।” মাজার ভাঙচুরসহ অস্থিরতার ঘটনাকে বিচ্ছিন্ন নয় উল্লেখ করে তিনি বলেন, “নির্বাচনকে সামনে রেখে এমন ঘটনা আরও বাড়তে পারে। একটি মহল চায় নির্বাচন বন্ধ হোক।”
Comments