
অ্যাডভোকেট ফজলুর রহমান সরকার ও ধর্মীয় উগ্রবাদীদের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ‘এই দেশে ধর্মীয় গৃহযুদ্ধ লাগাবেন না। মাজার ভাঙলে খবর আছে, ঈমানদার মানুষ রাস্তায় নামবে।’
শনিবার কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় ঈদ-এ-মিলাদুন্নবীর জশনে জুলুস শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
রাজবাড়ীতে মাজারে হামলার ঘটনার প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘একজন মানুষের লাশ কবর থেকে তুলে পুড়িয়ে দেওয়া হয়েছে। যারা এমন কাজ করেছে, তারা মুসলমান নয়। আমি ধর্মপ্রাণ মুসলমানদের এই অপকর্মের প্রতিবাদ নয়, প্রতিরোধ করার আহ্বান জানাই।’
সরকারের প্রতি উদ্দেশ্য করে ফজলুর রহমান বলেন, ‘ইউনূস সাহেবের আমলে এসব অপকর্ম চলছে। সরকারকে সতর্ক করছি, ঈমানদার মানুষকে দিয়ে ধর্মীয় গৃহযুদ্ধ লাগানোর চেষ্টা বন্ধ করুন।’ তিনি আরও বলেন, ‘তৌহিদি জনতা বা যেই মাজার ভাঙুক, সুন্নিরা রাস্তায় নামবে। সুন্নিরা জামায়াতে ইসলাম নয়, তারা ঈমান ও কলবের ইসলামে বিশ্বাসী।’
Comments