Image description

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ১৯৭৮ সালের এই দিনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দলটি প্রতিষ্ঠা করেন। এ উপলক্ষে বিএনপি ছয় দিনের কর্মসূচি ঘোষণা করেছে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এক বাণীতে নেতাকর্মী ও দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেন, জনগণের অধিকার আদায়, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করাই এখন বিএনপির মূল লক্ষ্য।

১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর ঢাকার রমনা রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিএনপি প্রতিষ্ঠার ঘোষণা দেন জিয়াউর রহমান। প্রতিষ্ঠার পর থেকে দলটি চারবার রাষ্ট্রক্ষমতায় এসেছে। বর্তমানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলটি পুনর্গঠিত হচ্ছে।

প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির মধ্যে রয়েছে: পতাকা উত্তোলন, জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা ও র‍্যালি, বর্ণাঢ্য শোভাযাত্রা, ফ্রি মেডিকেল ক্যাম্প, বৃক্ষরোপণ এবং গোলটেবিল আলোচনা।