
আফগানিস্তানের দুইটি দুর্গম প্রদেশে ৬ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা ৬২২ জনে পৌঁছেছে। এই ঘটনায় আহত হয়েছেন শতাধিক মানুষ এবং ধ্বংসস্তূপের নিচে আরও অনেকে আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। সোমবার স্থানীয় কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে।
আফগানিস্তানের গৃহায়ন মন্ত্রণালয়ের মুখপাত্র শারাফাত জামান জানিয়েছেন, প্রাথমিকভাবে ৪০০ জনের বেশি আহতকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি সতর্ক করে বলেছেন যে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
ভূমিকম্পের কেন্দ্র ছিল ১০ কিলোমিটার গভীরে। এর প্রভাবে কুনার প্রদেশের তিনটি গ্রাম সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে এবং অনেক গ্রাম ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। একটি গ্রামে প্রাথমিক তথ্যে ৩০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
ছবি ও ভিডিওতে দেখা গেছে, আহতদের নিরাপদে সরিয়ে নিতে হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে। স্থানীয় মানুষরা উদ্ধারকর্মীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আহতদের অ্যাম্বুল্যান্সে তুলে দিচ্ছেন।
পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া সীমান্ত সংলগ্ন এই এলাকার মাটির এবং পাথরের তৈরি ঘরগুলো সম্পূর্ণরূপে ধ্বংস হয়েছে। তালেবান কর্মকর্তারা জানিয়েছেন, উদ্ধারকাজের জন্য তাদের কাছে পর্যাপ্ত সরঞ্জাম নেই, তাই আন্তর্জাতিক সহায়তা ছাড়া তাদের পক্ষে কার্যক্রম পরিচালনা করা কঠিন।
ভৌগোলিক কারণে আফগানিস্তান ভূমিকম্পপ্রবণ একটি দেশ। ভারতীয় ও ইউরেশীয় টেকটনিক প্লেটের সংযোগস্থলে অবস্থানের কারণে এখানে ভূমিকম্প প্রায়শই প্রাণঘাতী হয়ে ওঠে। গত বছরও দেশের পশ্চিমাঞ্চলে একাধিক ভূমিকম্পে ১,০০০-এর বেশি মানুষ মারা গিয়েছিল। এই প্রাকৃতিক দুর্যোগ দেশের বিদ্যমান মানবিক সংকটকে আরও গভীর করে তুলছে।
Comments