
জুলাই সনদকে সাংবিধানিক ভিত্তি দেওয়া এবং একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতি নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।
সোমবার সন্ধ্যায় রাজধানীর রামপুরায় আয়োজিত এক বিক্ষোভ পরবর্তী সমাবেশে তিনি এসব কথা বলেন। জুলাই ঘোষণা, জুলাই সনদের আইনগত ভিত্তি এবং পিআর পদ্ধতিতে নির্বাচন ও লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির দাবিতে জামায়াতের ঢাকা মহানগরী উত্তর এই বিক্ষোভের আয়োজন করে। বিক্ষোভ মিছিলটি রামপুরা কাঁচাবাজার থেকে শুরু হয়ে মৌচাকে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার ১৮ কোটি মানুষের সমর্থনে ক্ষমতায় এসেছে এবং তারা রাষ্ট্র সংস্কার ও নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতির অংশ হিসেবে বিভিন্ন সংস্কার কমিশন গঠন করা হয়েছে এবং রাজনৈতিক দলগুলোর সাথে মতবিনিময়ও চলছে। তিনি অভিযোগ করেন, একটি বড় রাজনৈতিক দল এসব সংস্কারকে সাংবিধানিক বা আইনগত ভিত্তি দিতে চায় না। তবে অন্তর্বর্তী সরকারের বৈধতার জন্যই এসব সংস্কারকে সাংবিধানিক ভিত্তি দিতে হবে বলে তিনি মনে করেন।
অতীতের নির্বাচনকে ‘প্রহসন’ আখ্যা দিয়ে তিনি বলেন, “আমরা অতীতের মতো হাসিনা মার্কা নির্বাচন চাই না। নির্বাচন অবশ্যই অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হতে হবে।” তিনি জুলাই সনদকে সাংবিধানিক ও আইনি ভিত্তি দিতে সরকারের প্রতি আহ্বান জানান।
Comments