
নারী ক্রিকেটারদের নিয়ে আয়োজিত উইমেনস চ্যালেঞ্জ কাপের ফাইনালে শেষ পর্যন্ত হারতে হলো বাংলাদেশ নারী সবুজ দলকে। মঙ্গলবার হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর সুপার ওভারে অনূর্ধ্ব-১৫ বালক দলের কাছে পরাজিত হয়ে শিরোপা হারানোর হতাশায় পুড়তে হয় নাহিদা আক্তার-ফারজানা হকদের।
উইমেনস চ্যালেঞ্জ কাপ জিততে শেষ ওভারে বাংলাদেশ নারী সবুজ দলের দরকার ছিল ৫ রান। অনূর্ধ্ব-১৫ বালক দলের প্রয়োজন ছিল ৩ উইকেট। এই অবস্থায় অনূর্ধ্ব-১৫ দলের বোলার আফ্রিদি তারিক দুর্দান্ত বোলিং করে ম্যাচটি টাই করে ফেলেন। শেষ বলে জয়ের জন্য ১ রান দরকার থাকলেও সুলতানা খাতুন আউট হয়ে যান, ফলে ম্যাচ সুপার ওভারে গড়ায়।
সুপার ওভারে প্রথমে ব্যাট করে নারী সবুজ দল মাত্র ৫ রানের লক্ষ্য দেয়। জবাবে ব্যাটিংয়ে এসে অনূর্ধ্ব-১৫ দলের অধিনায়ক বায়েজিদ বোস্তামি নাহিদার প্রথম বলে এক রান নেওয়ার পর দ্বিতীয় বলেই ডাউন দ্য উইকেটে এসে ছক্কা মেরে ম্যাচ শেষ করে দেন।
এর আগে, টস জিতে প্রথমে ব্যাট করে অনূর্ধ্ব-১৫ বালক দল আফজাল হোসেন আলিফ ও আফ্রিদি তারিকের জোড়া ফিফটিতে ৬ উইকেট হারিয়ে ১৮৫ রান করে। আলিফ ৬৭ রানে অপরাজিত থাকেন এবং আফ্রিদি করেন ৫০ রান। নারী সবুজ দলের হয়ে সর্বোচ্চ ২ উইকেট নেন নিশিতা আক্তার নিশি।
জবাবে, নারী সবুজ দল শেষ পর্যন্ত ৯ উইকেটে ১৮৫ রান করতে সক্ষম হয়। দলের হয়ে সর্বোচ্চ ৩৬ রান করেন শারমিন আক্তার। অনূর্ধ্ব-১৫ দলের আফ্রিদি তারিক একাই নেন ৩ উইকেট।
উল্লেখ্য, নারী ওয়ানডে বিশ্বকাপ সামনে রেখে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নারী ক্রিকেটারদের প্রস্তুতি ও ম্যাচ অনুশীলনের জন্য এই টুর্নামেন্টের আয়োজন করেছিল।
Comments