শিক্ষার্থীদের তোপের মুখে বিদ্যালয় থেকে চলে গেলেন প্রধান শিক্ষক

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের মাদামবিবিরহাট শাহজাহান উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের তোপের মুখে বিদ্যালয় থেকে চলে গেলেন প্রধান শিক্ষক এ, বি, এম গোলাম নুর। স্বেচ্ছাচারিতা, অসদাচরণ, দুর্নীতি ও অনিয়মের অভিযোগে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে মঙ্গলবার দুপুর দুইটার সময় প্রধান শিক্ষক বিদ্যালয় ছাড়তে বাধ্য হন বলে জানিয়েছেন শিক্ষার্থী এবং স্কুল কমিটি।
সকাল থেকে স্কুলের শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের পদত্যাগের দাবীতে ক্লাস বর্জন করে স্কুল মাঠে বিক্ষোভ করে। খবর পেয়ে ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ সোহেল রানাসহ আইনশৃঙ্খলা বাহিনী উপস্থিত হন।
এর আগে গত ১৮ আগস্ট সোমবার সকাল ১১টার দিকে শতাধিক শিক্ষার্থী বিদ্যালয়ের সামনে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের পাশে মানববন্ধন কর্মসূচি পালন করে।
শিক্ষার্থীরা বলেন, স্বৈরাচারী হাসিনা সরকারের পৃষ্ঠপোষক, পতিত স্বৈরাচারের অবৈধ মন্ত্রী ড. হাসান মাহমুদের আস্থাভাজন, মাদামবিবির হাট শাহজাহান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম নুর শিক্ষার্থীদের সাথে ঔদ্ধত্যপূর্ণ আসরণকারী, অর্থ লোভী এবং দুর্নীতিবাজ এ শিক্ষককে অবৈধভাবে নিয়োগ দেয়া হয়। অনতিবিলম্বে আমরা তার পদত্যাগ চাই।
এর আগেও প্রধান শিক্ষক গোলাম নুর তার নিজ উপজেলা রাঙ্গুনিয়ার হাইদচকিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে এবং পরবর্তী আরেকটি উচ্চ বিদ্যালয় থেকে একই রকম অভিযোগে বিদায় নিতে হয়।
সরজমিন স্কুলে গিয়ে জানা যায়, প্রধান শিক্ষক এ, বি, এম গোলাম নুর স্কুলের শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা,অভিভাবকসহ কারো সাথে ভালো আচরণ করেন না। সবার সাথে তিনি অসদাচরণ করেন। প্রধান শিক্ষকের আচরণের সমস্যা, বিদ্যালয়ের অব্যবস্থাপনাসহ নানা অভিযোগ উঠে তার বিরুদ্ধে।
মাদামবিবিরহাট শাহজাহান উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ শাহাবুদ্দিন জানায়, মঙ্গলবার সকালে শিক্ষার্থীরা বিদ্যালয়ে এসে প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের দাবিতে বিক্ষোভ করতে থাকে। খবর পেয়ে ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ সোহেল রানাসহ আইনশৃঙ্খলা বাহিনী উপস্থিত হন।। এক পর্যায়ে প্রধান শিক্ষক বিক্ষোভের তোপের মুখে বিদ্যালয় ছাড়তে বাধ্য হন। তবে প্রধান শিক্ষক লিখিতভাবে পদত্যাগ করেননি।
Comments