
নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই (নেসকো)-এর সহকারী প্রকৌশলী'কে প্রাণনাশের হুমকির ঘটনায় প্রকৌশলীদের একমাত্র জাতীয় পেশাজীবী প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ প্রতিবাদ জানিয়েছে। আজ মঙ্গলবার (২৬ আগস্ট) আইইবি'র সম্মানী সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) প্রকৌশলী মো. নূর আমিনের সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়।
প্রতিবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, "আইইবি গভীরভাবে লক্ষ্য করছে যে, সাম্প্রতিক সময়ে দেশের প্রকৌশল পেশাকে ঘিরে বিভিন্ন ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড, দেশব্যাপী বিশৃঙ্খলা ও অযৌক্তিক পদক্ষেপ অব্যাহত রয়েছে। যেকোনো রাষ্ট্রের অবকাঠামোগত, শিল্প, প্রকৌশল ও প্রযুক্তিগত উন্নয়নের জন্য প্রকৌশলীদের যথাযথ নিয়োগ, পদোন্নতি, পদায়ন, কর্মস্থলে নিরাপত্তা ও মর্যাদা অপরিহার্য। সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরে প্রকৌশল কর্মকাণ্ড পরিচালনা, সম্পাদন এবং তত্ত্বাবধানের মাধ্যমে প্রকৌশলীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। উন্নত, সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ বিনির্মাণে প্রকৌশলীদের এই নিরবিচ্ছিন্ন অবদান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আইইবি দৃঢ়ভাবে বিশ্বাস করে। তবে প্রকৌশলীদের যথাযথ মর্যাদা, কর্মক্ষেত্রে নিরাপত্তা ও তাঁদের ন্যায্য অধিকার সুনিশ্চিত না হলে তাঁরা কর্মস্পৃহা হারাবেন এবং মেধাবী প্রকৌশলীগণ বিদেশে চলে যাওয়ার শঙ্কা দেখা দিবে। ফলশ্রুতিতে দেশ প্রকৌশল ও প্রযুক্তিগত উন্নয়নে পিছিয়ে পড়বে-এটি অত্যন্ত উদ্বেগজনক।
প্রকৌশলীকে প্রাণনাশের হুমকির ঘটকার বর্ণনা দিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, "গত ২৫ আগস্ট, ২০২৫ খ্রি. তারিখে প্রকৌশলী মো. রোকনুজ্জামান, সহকারী প্রকৌশলী, বিক্রয় ও বিতরণ বিভাগ-৩, নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো), রংপুরকে নিজ কর্মস্থলে একটি মহল কর্তৃক লাঞ্ছিত ও প্রাণনাশের হুমকির শিকার হওয়ার বিষয়টি আইইবি'র দৃষ্টিগোচর হয়েছে। পেশাগত দায়িত্ব পালন এবং প্রকৌশল পেশার মর্যাদা রক্ষা করতে গিয়ে প্রকৌশলীদের বিরুদ্ধে এধরণের ন্যাক্কারজনক ঘটনায় আইইবি তথা দেশের সমগ্র প্রকৌশল সমাজকে গভীরভাবে উদ্বিগ্ন করেছে। ইতোমধ্যে এ ঘটনাগুলো সারাদেশের প্রকৌশলীদের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার করেছে।"
হুমকি দাতার শাস্তির দাবি জানিয়ে বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, "প্রকৌশলী মো. রোকনুজ্জামানকে প্রাণনাশের হুমকি দেওয়ার ঘটনায় আইইবি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট স্পষ্টভাবে ঘোষণা করছে যে- প্রাণনাশের হুমকিদাতা ও তাদের সহযোগিদের দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় এনে কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
দেশের প্রকৌশল পেশা'র মর্যাদা রক্ষা এবং প্রকৌশলীদের কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে কার্যকর ও বলিষ্ঠ পদক্ষেপ নিতে হবে। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) সর্বদা প্রকৌশলীদের পেশাগত মর্যাদা, অধিকার ও নিরাপত্তা রক্ষায় দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ এবং ভবিষ্যতেও এই ভূমিকা অব্যাহত রাখবে।"
প্রসঙ্গত, সম্প্রতি ডিপ্লোমা প্রকৌশলী ও বিএসসি প্রকৌশলীদের চাকুরিতে কোটা সুবিধা নিয়ে পাল্টাপাল্টি আন্দোলন চালিয়ে যেতে দেখা গেছে। উভয় পক্ষের দাবি দাওয়া নিয়ে আন্দোলনের সাথে সাইবার বুলিং, কর্মক্ষেত্রে হেনস্তা, প্রাণনাশের হুমকির অভিযোগ পাওয়া গেছে।
Comments