Image description

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক এমপি শামসুজ্জামান দুদু বলেছেন, দুষ্ট কিছু মানুষ আছে, তাদের দুষ্ট কাজের জন্য আমাদের দল ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি দুঃখ প্রকাশ করছি। বিএনপির সিদ্ধান্ত আছে, চাঁদাবাজরা বিএনপির লোক না, দখলদাররা বিএনপির লোক না, যারা বাংলাদেশের ক্ষতি করে তারা বিএনপির লোক না। এদেরকে ধরবেন আর আইনের হাতে তুলে দেবেন। এটাই হচ্ছে বিএনপির রাজনীতি। বিএনপি মুক্তিযুদ্ধের দল, বিএনপি স্বাধীনতার দল, বিএনপি গণতন্ত্রের দল, এখানে আমাদের কোনো আপস নেই।

শুক্রবার বেলা ৪টার দিকে আলমডাঙ্গার থানা সংলগ্ন মাঠে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় শামসুজ্জামান দুদু এসব কথা বলেন। 

তিনি বলেন, কথায় কথায় ওই মহিলা বলতেন এতিমের টাকা খাওয়ার কথা। কিন্তু সেই শেখ হাসিনা ব্যাংকের টাকা কোথায় পাচার করেছেন, বারবার বলতেন মুজিব কন্যা পালায় না, মুজিবের কন্যা বাংলাদেশকে অপমানিত করেছেন। এখন তিনি ভারতে গিয়ে বসে আছেন। যারা আমাদের বর্ডার বন্ধ করেছেন, ভিসা বন্ধ করেছেন, যারা আমাদের মানুষের ওপর প্রতিনিয়ত গুলি করে মানুষ মারছে, আপনি সেই দেশে গেছেন, আপনি জীবন বাঁচানোর জন্য নাকি পালিয়েছেন।’

তিনি আরও বলেন, শহীদ জিয়া আমাদেরকে শিখিয়েছেন ভালোবাসার রাজনীতি, মানুষকে রক্ষার রাজনীতি, দেশকে রক্ষার রাজনীতি, স্বাধীনতাকে রক্ষার রাজনীতি। আমি আলমডাঙ্গার প্রতিটি ঘরে ঘরে যাব। শহীদ জিয়ার কথা বলার জন্য যাব, বেগম জিয়ার কথা বলার জন্য যাব, তারেক রহমানের কথা বলার জন্য যাব। ১৮ বছর ধরে বিরামহীনভাবে সংগঠন গড়ে তুলে লড়াই করেছেন হাসিনার ফ্যাসিবাদের বিরুদ্ধে তার নাম তারেক রহমান। বেগম খালেদা জিয়া স্বাধীনতা এবং গণতন্ত্রের জন্য জীবনকে উৎসর্গ করেছেন। চুয়াডাঙ্গায় ধানের শীষের জন্য আমাদের মাঠ তৈরি করতে হবে। আজ থেকে তা শুরু হলো। বেগম জিয়ার সরকার প্রতিষ্ঠিত হলে, শিক্ষিত ও সক্ষম বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করবে, এই প্রতিজ্ঞা করেছে বিএনপি। 

আলোচনা সভায় সভাপতিত্ব করেন আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সভাপতি শহিদুল কাউনাইন টিলু। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসিরুল ইসলাম সেলিম। 
অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম। 

পরে শামসুজ্জামান দুদু চুয়াডাঙ্গায় বিএনপি নেতা মজিবুল হক মালিক মজুর জানাজা ও দাফন অনুষ্ঠানে যোগদান করেন।