Image description

সই হওয়ার সঙ্গে সঙ্গে জুলাই সনদের বাস্তবায়ন দাবি করেছে জাতীয় নাগরিক পার্টি। বুধবার জাতীয় ঐকমত্য কমিশনের সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান দলটির সদস্য সচিব আখতার হোসেন। 

আখতার বলেন, ‘জুলাই সনদ ২ বছর সময় নিয়ে বাস্তবায়নের কথা বলা হয়েছে, আমরা সেটা চাই না। সই করার সঙ্গে সঙ্গে এর বাস্তবায়ন চাই। জুলাই ঘোষণাপত্র সরকার একটি দিয়েছে, তবে সেটা পূর্ণাঙ্গ না। আমরা এর সাংবিধানিক ভিত্তি চাই। জুলাই সনদ ও ঘোষণাপত্র আলাদা বিষয়। কিন্তু একে গুলিয়ে ফেলা হচ্ছে।’ 

রাষ্ট্র সংস্কারের সব প্রস্তাব অন্তর্ভুক্ত না করা হলে জুলাই সনদ ৩ দলের রূপরেখায় পরিণত হবে বলেও মন্তব্য করেন তিনি। আখতার বলেন, ‘সংস্কারের সব প্রস্তাব যদি সনদে না থাকে, তাহলে সেটা ৩ দলের রূপরেখার মতো হবে। সেটা আমরা চাই না। আইনি ভিত্তি এবং সাথে সাথে বাস্তবায়নযোগ্য এমন সনদ লাগবে।’