
মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে পছন্দ করলেও ইউক্রেন সংকটের বর্তমান পরিস্থিতিতে তিনি বেশ হতাশ এ কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রুশ সংবাদমাধ্যম আরটি বুধবার (৩০ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করে।
দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণের পর থেকেই ট্রাম্প বলে আসছেন, তিনি রাশিয়া এবং প্রেসিডেন্ট পুতিন দু’জনকেই সম্মান করেন এবং ইউক্রেন ইস্যুতে একটি শান্তিপূর্ণ কূটনৈতিক সমাধান চান।
তবে সাম্প্রতিক সময়ে শান্তি আলোচনায় অগ্রগতি না হওয়ায় তিনি হতাশা প্রকাশ করেছেন এবং রাশিয়ার ওপর অতিরিক্ত নিষেধাজ্ঞা আরোপের ইঙ্গিতও দিয়েছেন।
আরটি জানায়, পড ফোর্স ওয়ান নামে একটি রাজনৈতিক পডকাস্টের মঙ্গলবারের পর্বে ট্রাম্প বলেন, 'আমরা পুতিনকে চিনি এবং মেলানিয়া তাকে পছন্দ করেন।'
তবে তিনি আরও জানান, পুতিনের সঙ্গে সাম্প্রতিক এক কথোপকথনের পর মেলানিয়া মন্তব্য করেন, 'তারা (রাশিয়া) কিয়েভে বোমা হামলা করেছে এটা খুবই দুঃখজনক।'
এর আগে ট্রাম্প জানিয়েছিলেন, ইউক্রেন সংঘাতে যুদ্ধবিরতির লক্ষ্যে রুশ প্রেসিডেন্টকে দেয়া ৫০ দিনের সময়সীমা আরও কমানো হয়েছে।
নতুন সময়সীমা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, 'আজ থেকে আর ১০ কিংবা ১২ দিন বাকি।'
তিনি জানান, এই বিষয়ে দু-এক দিনের মধ্যেই একটি আনুষ্ঠানিক ঘোষণা আসবে। সাংবাদিকদের উদ্দেশে ট্রাম্প বলেন, 'যদি আপনি জানেন ফলাফল কী হতে যাচ্ছে, তাহলে আর দেরি করার কোনো মানে নেই।'
Comments