
বকেয়া বেতন-ভাতার দাবিতে রাজধানীর কুড়িলে সড়ক অবরোধ করেছেন পোশাকশ্রমিকরা। এতে কুড়িল থেকে বাড্ডা এবং বাড্ডা থেকে কুড়িলের দিকের রাস্তা সম্পূর্ণ বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েছেন শত শত মানুষ।
বুধবার দুপুর ১২টার দিকে কুড়িলের ইউরোজোন ফ্যাশন গার্মেন্টসের প্রায় ৫০০ শ্রমিক তাদের বকেয়া বেতনের দাবিতে এই অবরোধ শুরু করেন।
ঘটনার পর গুলশান ট্রাফিক বিভাগ বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ দিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছে। তারা জানিয়েছে, ঘটনাস্থলে পুলিশ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন।
যানজট এড়াতে গুলশান ট্রাফিক বিভাগ কয়েকটি বিকল্প রুট ব্যবহারের পরামর্শ দিয়েছে-
খিলক্ষেত থেকে মহাখালী/বনানী: ফ্লাইওভার ব্যবহার না করে নিচ দিয়ে যাতায়াত করা যাবে।
রামপুরা থেকে উত্তরা: বাড্ডা লিংক রোড হয়ে গুলশান ১-২ হয়ে উত্তরার দিকে যাওয়া যাবে। অথবা নতুন বাজার হয়ে গুলশান-২ দিয়েও উত্তরার দিকে যাওয়া যাবে।
উত্তরা থেকে রামপুরা: রামপুরার দিকে যেতে চাইলে কুড়াতলী হয়ে মহাখালী বা আমতলী হয়ে গন্তব্যে পৌঁছানো যাবে।
গুলশান ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জিয়াউর রহমান জানান, দুপুর ১টা পর্যন্ত শ্রমিকরা রাস্তা অবরোধ করে রেখেছিলেন। পুলিশ শ্রমিক ও গার্মেন্টস কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে।
Comments