
হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় মাঠপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে একটি বিশেষ সভায় বসবে। বুধবার দুপুর ২টা থেকে জুমে শুরু হওয়া এই সভায় পূজায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ১৮ দফা নির্দেশনা দেওয়া হবে।
সভায় আটটি বিভাগের কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ কমিশনার, ডিআইজি, পুলিশ সুপারসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশ নেবেন। সচিবালয় থেকে স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম এবং সিনিয়র সচিব নাসিমুল গণি সরাসরি দিকনির্দেশনা দেবেন বলে জানা গেছে।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নির্দেশনায় যেসব বিষয়ের ওপর গুরুত্বারোপ করা হবে তার মধ্যে উল্লেখযোগ্য হলো-
নিরাপত্তা ব্যবস্থা: পূজামণ্ডপে পুলিশ, র্যাব, আনসার ও ভিডিপির টহল জোরদার করা। প্রতিটি মণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন ও পর্যাপ্ত স্বেচ্ছাসেবক মোতায়েন করা।
গুজব প্রতিরোধ: সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানো ঠেকাতে নজরদারি বাড়ানো।
নারী নিরাপত্তা: নারী দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে আলাদা ব্যবস্থা নেওয়া এবং ইভটিজিং প্রতিরোধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা।
বিসর্জন: প্রতিমা বিসর্জনের সময় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া, বিসর্জনস্থলে পর্যাপ্ত আলো, অগ্নিনির্বাপক ব্যবস্থা ও ডুবুরি দল রাখা।
অন্যান্য: আতশবাজি ও পটকা ফোটানো সম্পূর্ণ নিষিদ্ধ করা এবং দুর্গম এলাকার মণ্ডপগুলোতে যাতায়াতের রাস্তা সাময়িকভাবে মেরামত করা।
দুর্গাপূজার পাশাপাশি আসন্ন জাতীয় নির্বাচন, শ্রমিক আন্দোলন ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সাম্প্রতিক পরিস্থিতি নিয়েও সভায় আলোচনা হবে। নির্বাচন ঘিরে দেশি-বিদেশি ষড়যন্ত্র ঠেকাতে এবং শ্রমিক অসন্তোষ ও বিশ্ববিদ্যালয় অস্থিরতা মোকাবিলায় সমন্বিত উদ্যোগ নিতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের স্পষ্ট নির্দেশনা দেওয়া হবে।
Comments