Image description

দেশের বর্তমান রাজনৈতিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাঠ প্রশাসনের সঙ্গে এক 'বিশেষ' বৈঠকে বসতে যাচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার দুপুর ২টায় জুম প্ল্যাটফর্মে এই বৈঠক অনুষ্ঠিত হবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বৈঠকে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের কাছ থেকে সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে জানতে চাওয়া হবে এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হবে। বৈঠকে সব বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক (ডিসি), পুলিশ কমিশনার, পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) এবং পুলিশ সুপারকে (এসপি) উপস্থিত থাকতে বলা হয়েছে। স্বরাষ্ট্রসচিব নাসিমুল গনি বৈঠকে সভাপতিত্ব করবেন।

মন্ত্রণালয় জানিয়েছে, বৈঠকে মাঠপর্যায়ের কর্মকর্তাদের সরকারের বিভিন্ন সিদ্ধান্তের বিষয়ে অবহিত করা হবে। আসন্ন নির্বাচন কীভাবে শান্তিপূর্ণভাবে আয়োজন করা যায়, সে বিষয়ে দিকনির্দেশনার পাশাপাশি ধর্মীয় এবং জাতীয় কর্মসূচি নিয়েও আলোচনা হবে। একই সঙ্গে, মাঠপর্যায়ের কর্মকর্তারা যে তথ্য দেবেন, তা বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিবেদনের সঙ্গে মিলিয়ে দেখা হবে।

একজন পুলিশ কর্মকর্তা জানান, তাদের জেলায় ঘটে যাওয়া আলোচিত ঘটনাগুলোতে পুলিশের ভূমিকা নিয়ে একটি প্রতিবেদন তৈরি করা হয়েছে, যা বৈঠকে উপস্থাপন করা হতে পারে। এছাড়া, নির্বাচনকে ঘিরে নেওয়া পদক্ষেপ, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং বিদ্যমান সমস্যাগুলো আলোচনায় অগ্রাধিকার পাবে বলে তিনি জানান।