Image description

আগামী ১ সেপ্টেম্বর থেকে সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) অধীনে শিশুদের টাইফয়েড টিকা দেওয়া শুরু হবে। দেশের ৯ মাস থেকে ১৫ বছর ১১ মাস ২৯ দিন বয়সী প্রায় ৫ কোটি শিশুকে এই টিকা দেওয়া হবে। এর জন্য ১ আগস্ট থেকে নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে।

ইপিআই প্রোগ্রাম ম্যানেজার ডা. আবুল ফজল মো. শাহাবুদ্দিন খান জানান, জন্ম নিবন্ধন সনদ না থাকলেও শিশুরা টিকা পাবে। সেক্ষেত্রে মা-বাবার মোবাইল নম্বর ব্যবহার করে নিবন্ধন করা যাবে।

শিক্ষার্থীদের জন্য: সেপ্টেম্বরের প্রথম ১০ কর্মদিবস স্কুলগুলোতে ক্যাম্প করে শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে।

স্কুলে না যাওয়া শিশুদের জন্য: এর পরে ৮ দিন ইপিআই সেন্টারে স্কুলে না যাওয়া শিশুদের টিকা দেওয়া হবে।

নিবন্ধনের পর একটি ভ্যাকসিন কার্ড ডাউনলোড করতে হবে। জন্ম নিবন্ধন সনদ দিয়ে নিবন্ধন করলে সরাসরি ভ্যাকসিন কার্ড পাওয়া যাবে। এই ইনজেকটেবল টিকাটি এক ডোজে ৩ থেকে ৭ বছর পর্যন্ত সুরক্ষা দেবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, টাইফয়েড জ্বর স্যালমোনেলা টাইফি নামক ব্যাকটেরিয়ার কারণে হয় এবং এটি দূষিত খাবার বা পানি থেকে ছড়ায়। এর লক্ষণগুলো হলো দীর্ঘস্থায়ী জ্বর, মাথাব্যথা, বমি এবং পেটের সমস্যা।

ডা. নিজাম উদ্দিন আহমেদ, গ্যাভি সিএসও স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান, বলেন যে এই টিকা সম্পূর্ণ নিরাপদ। এটি বিশ্বের অনেক দেশে ব্যবহৃত হয় এবং বাংলাদেশে টাঙ্গাইলে পাইলট প্রকল্পে এর সফলতা মিলেছে। আগে বেসরকারি পর্যায়ে এই টিকা কিনতে হলেও এখন সরকার এটি বিনামূল্যে দেবে।