Image description

ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, দেশের কোনো মাজার, মসজিদ, মাদরাসা বা এতিমখানায় হামলা বা ধ্বংসের চেষ্টা করা হলে কাউকে ছাড় দেওয়া হবে না। রবিবার কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদ পরিদর্শনের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা খালিদ হোসেন জানান, এ ধরনের ঘটনায় মামলা হলে আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ব্যবস্থা নেবে এবং হামলাকারীদের আইনের আওতায় আনা হবে। এরই মধ্যে কিছু হামলায় মামলা হয়েছে এবং কয়েকজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি প্রতিটি মাজার ও মসজিদ কর্তৃপক্ষকে সিসি ক্যামেরা স্থাপনের আহ্বান জানিয়েছেন, যাতে হামলাকারীদের শনাক্ত করা সহজ হয়। তবে তিনি বলেন, সামাজিক সচেতনতাই সবচেয়ে জরুরি, কারণ প্রতিটি মাজারে পুলিশ মোতায়েন করা সম্ভব নয়।

ড. খালিদ হোসেন জানান, পাগলা মসজিদের জন্য শীঘ্রই একটি ১০তলা দৃষ্টিনন্দন ভবন নির্মাণ শুরু হবে। এটি আধুনিক তুরস্কের নকশায় তৈরি একটি ইসলামিক কমপ্লেক্স হবে এবং অন্তর্বর্তী সরকারের মেয়াদের মধ্যেই এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। তিনি আরও বলেন, মসজিদের ৯০ কোটি ৬৪ লাখ টাকা এফডিআর হিসেবে রাখা আছে, যার লভ্যাংশ গরিব, অসহায় ও অসুস্থদের জন্য ব্যয় করা হয়। তিনি প্রস্তাব করেছেন, এই তহবিল থেকে দরিদ্র শিক্ষার্থীদেরও সহায়তা দেওয়া হবে।

পাগলা মসজিদ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ফৌজিয়া খান, অতিরিক্ত পুলিশ সুপার ইমরানুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। পরে তিনি ‘ইসলামী অর্থনীতির গুরুত্ব’ শীর্ষক একটি আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন।