Image description

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে। নতুন করে ২৪ লাখ ৩৮ হাজার ৬২৬ জন ভোটার তালিকায় যুক্ত হয়েছেন। ফলে দেশে মোট ভোটার সংখ্যা এখন ১২ কোটি ৬১ লাখ ৭০ হাজার ৯০০ জন।

রোববার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক সংবাদ ব্রিফিংয়ে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানান। তিনি বলেন, “সারাদেশের নির্বাচন অফিসগুলোতে একযোগে হালনাগাদ ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। এতে নতুন ২৪ লাখ ৩৮ হাজার ৬২৬ জন ভোটার যুক্ত হয়েছে।”

সচিব জানান, চলতি বছরের ২ মার্চ প্রকাশিত ভোটার তালিকায় মোট ভোটার ছিল ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন। হালনাগাদ কার্যক্রমে বাড়ি বাড়ি গিয়ে ৪৫ লাখ ৭১ হাজার ২১৬ জনকে নতুন করে তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। তবে মৃত ও অযোগ্য ভোটার হিসেবে ২১ লাখ ৩২ হাজার ৫৯০ জনকে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। ফলে মোট ভোটার সংখ্যা এখন ১২ কোটি ৬১ লাখ ৭০ হাজার ৯০০ জনে দাঁড়িয়েছে।

তিনি আরও বলেন, আগামী ৩১ অক্টোবরের মধ্যে যাদের বয়স ১৮ বছর পূর্ণ হবে, তারা ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারবেন। নবীন ভোটারদের সুবিধার্থে নতুন আইনে এই সুযোগ রাখা হয়েছে। ইসি এ বছর মোট তিনটি ভোটার তালিকা প্রকাশ করবে—২ মার্চ, ৩১ আগস্ট এবং ৩১ অক্টোবর।

রোববার সকালে খসড়া ভোটার তালিকা প্রকাশের পর সারাদেশের নির্বাচন কর্মকর্তারা এটি নির্দিষ্ট স্থানে সাঁটিয়ে দিয়েছেন। এই তালিকায় তথ্যে ভুল থাকলে সংশোধন, নতুন নাম অন্তর্ভুক্তি, মৃত বা অযোগ্য ব্যক্তির নাম বাদ এবং ভোটার স্থানান্তরের জন্য আগামী ২১ আগস্ট পর্যন্ত আবেদন করা যাবে। এসব আবেদন ২৪ আগস্টের মধ্যে নিষ্পত্তি হবে। চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে ৩১ আগস্ট।

ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, “ভোটার তালিকা হালনাগাদে স্বচ্ছতা ও নির্ভুলতা নিশ্চিত করতে আমরা কাজ করছি। জনগণের সুবিধার্থে এই প্রক্রিয়া আরও সহজ করা হয়েছে।”