Image description

নির্বাচন কমিশন (ইসি) আজ রবিবার হালনাগাদ ভোটার তালিকার খসড়া প্রকাশ করেছে। এই তালিকায় নতুন ভোটার হিসেবে যুক্ত হয়েছেন ৪৫ লাখ ৭১ হাজার ২১৬ জন, এবং মৃত হিসেবে বাদ পড়েছেন ২১ লাখ ৩২ হাজার ৫৯০ জন।

ইসির জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম জানিয়েছেন, হালনাগাদ করা ভোটার তালিকার খসড়া সারাদেশে উপজেলা ও থানা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে পাওয়া যাচ্ছে।

ভোটার তালিকায় কোনো ভুল থাকলে তা সংশোধনের জন্য আগামী ২১ আগস্ট পর্যন্ত আবেদন করা যাবে। সব সংশোধন প্রক্রিয়া শেষে আগামী ৩১ আগস্ট চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।

বর্তমানে দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৬১ লাখ ৭০ হাজার ৯০০।

যাদের বয়স আগামী ৩১ অক্টোবর পর্যন্ত ১৮ বছর পূর্ণ হবে, তারাও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের ভোটার তালিকায় যুক্ত হবেন।