Image description

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এই সময়ের মধ্যে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ভর্তি হওয়া রোগীদের মধ্যে সর্বোচ্চ ৪০ জন বরিশাল বিভাগে এবং ৬৩ জন ঢাকা মহানগরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫০ জন, ঢাকা বিভাগে ২৭ জন, খুলনা বিভাগে ৭ জন এবং ময়মনসিংহ বিভাগে ৩ জন রোগী ভর্তি হয়েছেন।

চলতি বছরে এখন পর্যন্ত মোট ২৩ হাজার ৪১০ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে শুধু জুলাই মাসেই ১০ হাজার জন রোগী ভর্তি হন। চলতি বছরে এই রোগে আক্রান্ত হয়ে মোট ৯৫ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ৫৫ জন পুরুষ এবং ৪০ জন নারী।