Image description

প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগে দায়ের করা একটি মামলায় আদালতে হাজিরা দিতে গিয়ে আলোচিত মডেল মেঘনা আলম কোরআন হাতে নিয়ে দাবি করেছেন যে, তিনি কখনো কোনো পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্ক করেননি। তিনি বলেন, সৌদি রাষ্ট্রদূত ঈসা ছাড়া অন্য কোনো পুরুষের সঙ্গে তার প্রেমের সম্পর্কও ছিল না।

রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলামের আদালতে এই ঘটনা ঘটে। মেঘনা আদালতকে বলেন, "আমি কখনো কারও সঙ্গে শারীরিক সম্পর্ক করিনি, এমনকি ঈসার সঙ্গেও না। আমাকে চরিত্রহীন বা লম্পট প্রমাণের কোনো অপচেষ্টা বন্ধ হোক।"

এদিন মেঘনা আলমের আইনজীবী মহসিন রেজা পলাশ তার জব্দ করা পাসপোর্ট, মোবাইল ও ল্যাপটপ ফেরত চেয়ে আবেদন করেন। আদালত এসব জিনিসের ফরেনসিক রিপোর্টের জন্য আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময় দিয়েছেন। মামলার তদন্তকারী কর্মকর্তা জানান যে, মেঘনা পাসওয়ার্ড না দেওয়ায় ফরেনসিক করা সম্ভব হয়নি, যদিও মেঘনার পক্ষ থেকে বলা হয়, তদন্তকারী কর্মকর্তা পাসওয়ার্ড চাননি।

উল্লেখ্য, গত ১০ এপ্রিল বিশেষ ক্ষমতা আইনে মেঘনাকে গ্রেপ্তার করা হয়েছিল। পরে ধানমন্ডি থানার মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয় এবং গত ২৮ এপ্রিল তিনি জামিন পান।

মামলার অভিযোগ অনুযায়ী, মেঘনা আলম, দেওয়ান সমির ও আরও কয়েকজন একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের সদস্য। তারা বিভিন্ন সুন্দরী নারীকে দিয়ে বিদেশি কূটনীতিক ও ধনাঢ্য ব্যবসায়ীদের ফাঁদে ফেলে সম্মানহানির ভয় দেখিয়ে অর্থ আদায় করতেন।