Image description

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্প্রতি অবসর নেওয়া ক্রিকেটার চেতেশ্বর পূজারাকে একটি খোলা চিঠি লিখেছেন, যেখানে তিনি পূজারার অসাধারণ টেস্ট ক্যারিয়ারের প্রশংসা করেছেন। গত সপ্তাহে সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন পূজারা।

মোদি তার চিঠিতে বলেন, পূজারা এমন এক সময়ে টেস্ট ক্রিকেটের সৌন্দর্যকে বাঁচিয়ে রেখেছিলেন যখন ছোট ফরম্যাটের ক্রিকেট জনপ্রিয়তা লাভ করছিল। তিনি পূজারাকে তার বর্ণময় ক্যারিয়ারের জন্য অভিনন্দন জানান এবং বলেন, "তোমার ক্যারিয়ারে অনেক ম্যাচ জিতেছ, অনেক রান করেছ। কিন্তু তোমার ব্যাটিংয়ে ক্রিকেটপ্রেমীরা যে শান্তি খুঁজে পেয়েছে, যেভাবে টিম নিশ্চিন্ত হতে পেরেছে, সেটা কোনো সংখ্যা দিয়ে মাপা যায় না।"

মোদি আশা প্রকাশ করে বলেন যে, পূজারা ভবিষ্যতেও ক্রিকেটের সঙ্গে যুক্ত থাকবেন এবং তরুণ ক্রিকেটারদের অনুপ্রেরণা যোগাবেন। প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে পূজারা তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এই চিঠির একটি ছবি পোস্ট করেছেন।

পূজারা ভারতের হয়ে ১০৩টি টেস্ট খেলে ৪৩.৬০ গড়ে ৭১৯৫ রান করেছেন, যার মধ্যে রয়েছে ১৯টি সেঞ্চুরি এবং ৩৫টি হাফ সেঞ্চুরি। তার সর্বোচ্চ স্কোর ছিল অপরাজিত ২০৬।