Image description

দৈনন্দিন জীবনে ইন্টারনেটের ব্যবহার বাড়ায় দ্রুত ও নিরবচ্ছিন্ন সংযোগের চাহিদা বেড়েছে। কিন্তু অনেক সময় রাউটার থাকা সত্ত্বেও কাঙ্ক্ষিত গতি পাওয়া যায় না। এর পেছনে কিছু সাধারণ কারণ থাকে, যা বিশেষজ্ঞরা চিহ্নিত করেছেন।

রাউটারের ভুল অবস্থান ইন্টারনেটের গতি কমিয়ে দিতে পারে। কিছু জায়গা আছে যেখানে রাউটার রাখা একেবারেই উচিত নয়

ইলেকট্রনিক যন্ত্রপাতির কাছে: টেলিভিশন, মাইক্রোওয়েভ, কর্ডলেস ফোন বা ব্লুটুথ স্পিকারের মতো যন্ত্রপাতির সিগন্যাল রাউটারের সিগন্যালের সঙ্গে সংঘর্ষ ঘটাতে পারে। তাই এসব যন্ত্র থেকে রাউটারকে অন্তত তিন ফুট দূরে রাখুন।

বন্ধ ক্যাবিনেট বা ড্রয়ারে: অনেকে রাউটারকে দৃষ্টিসীমার বাইরে রাখার জন্য ক্যাবিনেট বা ড্রয়ারে রেখে দেন। এতে রাউটারের সিগন্যাল ঠিকমতো ছড়াতে পারে না।

বেসমেন্ট বা ঘরের কোণে: রাউটার সিগন্যাল সবদিকে সমানভাবে ছড়ায়। ঘরের কোণে বা বেসমেন্টে রাখলে সিগন্যালের একটি বড় অংশ দেওয়াল ভেদ করতে পারে না, ফলে ঘরের অন্য অংশে সংযোগ দুর্বল হয়ে যায়।

পুরু দেওয়াল বা ধাতব আসবাবপত্রের পাশে: কংক্রিটের দেওয়াল বা ধাতব আসবাবপত্র ওয়াই-ফাই তরঙ্গ শোষণ করে নিতে পারে, যা সিগন্যাল দুর্বল করে দেয়।

যেখানে রাউটার রাখা উচিত

রাউটার রাখার সঠিক জায়গা: ইন্টারনেটের সর্বোত্তম গতি পেতে রাউটারকে এমন জায়গায় রাখা উচিত, যেখানে সিগন্যাল সহজে ছড়াতে পারে

বাড়ির কেন্দ্রীয় খোলা স্থানে: রাউটারকে এমন একটি জায়গায় রাখুন, যা বাড়ির মাঝখানে এবং সব ঘরের কাছাকাছি।

মাটির থেকে কিছুটা উঁচু স্থানে: রাউটারকে মেঝে থেকে কিছুটা উঁচুতে রাখলে সিগন্যাল ভালোভাবে ছড়িয়ে পড়বে।

কম বাধা আছে এমন জায়গায়: এমন একটি জায়গা বেছে নিন যেখানে রাউটার এবং আপনার ডিভাইসের মাঝে কম দেওয়াল বা আসবাবপত্র আছে।