
ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ ও নেপালে তরুণ প্রজন্মের আন্দোলনের ফলে সরকার পতনের ঘটনা উল্লেখ করে ক্ষমতাসীন বিজেপি সরকারকে সতর্ক করেছে। বুধবার এক শুনানিতে প্রধান বিচারপতি বি আর গাভাই বলেন, “দেখুন আমাদের প্রতিবেশী দেশগুলোতে কী ঘটছে। নেপালে কী ঘটছে, আমরা দেখেছি।” বিচারপতি বিক্রম নাথও বাংলাদেশের গত বছরের ছাত্র-জনতার আন্দোলনের কথা স্মরণ করেন।
এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, আদালতের ১২ এপ্রিলের আদেশে রাষ্ট্রপতি ও রাজ্যপালদের বিল অনুমোদনের সময়সীমা নির্ধারণের বিষয়ে শুনানি চলাকালীন এ মন্তব্য করা হয়। প্রধান বিচারপতি জানান, ভারতের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি গুরুত্বপূর্ণ আইনি বিষয়ে সুপ্রিম কোর্টের মতামত চাইতে পারেন। তিনি গর্বের সঙ্গে বলেন, “আমরা আমাদের সংবিধান নিয়ে গর্বিত।”
বাংলাদেশে গত বছর কোটা বিরোধী আন্দোলনের জেরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালাতে বাধ্য হন। আন্দোলনকারীরা সরকারি ভবন ও প্রধানমন্ত্রীর বাসভবনে হামলা চালায়। এরপর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণ করে। একইভাবে, নেপালে সাম্প্রতিক দুর্নীতিবিরোধী আন্দোলনে দুই দিনের সহিংসতায় ২১ জনের প্রাণহানি ঘটে এবং প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি পদত্যাগ করেন।
ভারতের সলিসিটর-জেনারেল তুষার মেহতা রাজ্যপালদের পক্ষে বিল সংরক্ষণের যুক্তি দেওয়ার পরও সুপ্রিম কোর্ট এই সতর্কবাণী উচ্চারণ করেছে।
Comments