Image description

থাইল্যান্ডের রাজনৈতিক সংকটের মধ্যে দেশটির দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক দল, ভূমজাইথাই পার্টির প্রেসিডেন্ট আনুতিন চার্নভিরাকুল নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। শুক্রবার পার্লামেন্টে অনুষ্ঠিত এমপিদের ভোটে তিনি এই পদে নির্বাচিত হন।

আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, প্রধানমন্ত্রী পদের জন্য আনুতিনের প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন থাইল্যান্ডের বৃহত্তম রাজনৈতিক দল পিউ থাই পার্টির প্রভাবশালী নেতা চিকাসেম নিতিসিরি। তবে, আনুতিন চার্নভিরাকুল সংখ্যাগরিষ্ঠ এমপিদের সমর্থন লাভ করেন। 

থাইল্যান্ডের পার্লামেন্ট হাউস অফ রিপ্রেজেন্টেটিভসের মোট আসন ৪৯২টি। প্রধানমন্ত্রী হওয়ার জন্য আনুতিনের প্রয়োজন ছিল কমপক্ষে ২৪৭টি ভোট। তিনি ৩১১ জন এমপির ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।