Image description

বাংলাদেশ শিক্ষক সমিতির লাকসাম উপজেলা শাখার নির্বাহী কমিটির পরিচিত সভা ও অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের মাঝে আর্থিক সম্মানী প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ৫ সেপ্টেম্বর দুপুরে লাকসাম পৌর অডিটোরিয়ামে এ সভা আয়োজন করা হয়। 

লাকসাম উপজেলা শিক্ষক সমিতির কার্যনির্বাহী কমিটির ২০২৫–২০২৭ মেয়াদের এটি ছিল প্রথম সভা। সমিতির সভাপতি মাহবুবুর আলমের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক ইদ্রিস মিয়ার সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ শিক্ষক সমিতি নির্বাহী চেয়ারম্যান ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির (কুমিল্লা বিভাগ) সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূইয়া। 

প্রধান বক্তা বিএনপি জাতীয় নির্বাহী কমিটির শিল্প বিষয়ক সম্পাদক ও লাকসাম উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম।

বিশেষ অতিথি ছিলেন, শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির মহাসচিব জাকির হোসেন, সাবেক সদস্য সচিব আবদুর রহিম, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ইলিয়াস পাটোয়ারী, সাধারণ সম্পাদক সরওয়ার জাহান দোলন, লাকসাম পৌর বিএনপির সভাপতি মজির আহমেদ, লাকসাম উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আবদুর রহমান বাদল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক, যুগ্ম সম্পাদক শাহ আলম, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন মুশু, শিক্ষক সমিতির সিনিয়র সভ সভাপতি কামাল হোসেন (হেলাল)।

শিক্ষক সমিতির পরিচিতি সভায় অনুষ্ঠানে বক্তারা বলেন, “আমরা শিক্ষকরা সবাই ঐক্যবদ্ধ থাকব। কোনো শিক্ষকের সমস্যা হলে আমরা পাশে দাঁড়াব। তবে শিক্ষকরাই যেন নিজেরা সমস্যা তৈরি না করেন, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে