Image description

ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধারকাজ চলছে, আহতরা চিকিৎসার জন্য ছুটছে মোবাইল চিকিৎসা কেন্দ্রে। এর মধ্যেই জানা গেল ভূমিকম্পে আরও প্রাণহানির খবর। আজ বৃহস্পতিবার আফগানিস্তানের তালেবান প্রশাসন জানায়, দেশটিতে গত রোববারের ভয়াবহ ভূমিকম্পে এখন পর্যন্ত ২,২০৫ জন মানুষ নিহত হয়েছে। আর আহত হয়েছে ৩ হাজার ৬৪০ জন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

কুনার প্রদেশের সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দা আলেম জান বলেন, ‘আমাদের যা কিছু ছিল, সবকিছুই ধ্বংস হয়ে গেছে। ভূমিকম্পে তা মাটিতে মিশে গেছে। একমাত্র এই পরনের কাপড়গুলোই অবশিষ্ট আছে। এখন গাছের নিচে আশ্রয় নিয়েছি।’

আফগানিস্তানের সাম্প্রতিক বছরগুলোতে সবচেয়ে মারাত্মক ভূমিকম্পের মধ্যে একটি এবারের ৬ মাত্রার ভূমিকম্প। এটি রোববার আঘাত হানে। এর ফলে কুনার ও নানগারহার প্রদেশে ব্যাপক ক্ষয়ক্ষতি ও ধ্বংসযজ্ঞ ঘটে। এরপর মঙ্গলবার রিখটার স্কেলে ৫.৫ মাত্রার দ্বিতীয় ভূমিকম্পটি আতঙ্ক সৃষ্টি করে এবং উদ্ধার অভিযান ব্যাহত করে। কারণ এটি পাহাড় থেকে পাথর ধসিয়ে দেয় এবং প্রত্যন্ত অঞ্চলের গ্রামগুলোতে যাওয়ার রাস্তা কেটে দেয়।

কর্তৃপক্ষ জানিয়েছে, এবার ৬ হাজার ৭০০টির বেশি বাড়িঘর ধ্বংস হয়ে গেছে। জাতিসংঘের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে যে, ধ্বংসস্তূপের নিচে মানুষ এখনও আটকা পড়ে থাকায় মৃতের সংখ্যা বাড়তে পারে। কারণ জীবিতদের খুঁজে বের করার সময় ফুরিয়ে আসছে।

ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিজ জানিয়েছে, ৮৪ হাজার মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত। ৯৮% ভবন ভূমিকম্পে ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে।