
আফগানিস্তানের পূর্বাঞ্চলে ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা ২৫০ ছাড়িয়ে গেছে। এতে আহত হয়েছেন ৫০০ জনের বেশি মানুষ। সোমবার তালেবান কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন। পরিস্থিতি মোকাবিলায় তালেবান সরকার আন্তর্জাতিক মহলের কাছে জরুরি সাহায্যের আবেদন জানিয়েছে।
এনবিসির প্রতিবেদন অনুযায়ী, আফগানিস্তানের জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র শরাফাত জামান জানিয়েছেন যে, ভূমিকম্পটি একটি প্রত্যন্ত পাহাড়ি এলাকায় আঘাত হেনেছে, যার কারণে হতাহতের সঠিক সংখ্যা নিশ্চিত করতে সময় লাগছে। তালেবান সরকার একটি বিশাল উদ্ধার অভিযান শুরু করেছে এবং ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ ও উদ্ধারকাজের জন্য শত শত মানুষকে একত্রিত করেছে।
এই ভূমিকম্পটি বিশেষভাবে মারাত্মক ছিল কারণ এর উৎপত্তিস্থল ছিল মাত্র ৫ মাইল গভীরে, যা এর ধ্বংসাত্মক ক্ষমতা অনেক বাড়িয়ে দিয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পাকিস্তান সীমান্তবর্তী কুনার প্রদেশের নোরগাল জেলা। তালেবান সরকার আশঙ্কা করছে, শুধু কুনার প্রদেশেই শত শত মানুষের মৃত্যু হতে পারে।
বিবিসির খবরে বলা হয়েছে, কুনার প্রদেশের এক তালেবান নেতা জানিয়েছেন, একটি গ্রামেই ২১ জন মারা গেছেন এবং ৩৫ জন আহত হয়েছেন। এখনো সেখানে আফটারশক অনুভূত হচ্ছে।
ক্ষতিগ্রস্ত এলাকাগুলো দুর্গম ও যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হওয়ায় সঠিক পরিসংখ্যান পাওয়া কঠিন হচ্ছে। কিছু এলাকায় মোবাইল নেটওয়ার্ক নেই, আবার ভূমিধস ও বন্যার কারণে রাস্তাঘাটও বন্ধ হয়ে গেছে। এই পরিস্থিতিতে দেশটির সরকার কয়েকটি হেলিকপ্টার দিয়ে উদ্ধারকাজ পরিচালনা করছে।
Comments