Image description

গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)-এর অভিযানে গাজায় আরও ৭৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে ত্রাণ সংগ্রহ করতে গিয়ে ইসরায়েলি বাহিনীর গুলিতে অন্তত ৩২ জন প্রাণ হারিয়েছেন, যাদের বেশিরভাগই শিশু। সোমবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গাজা সিটি দখলের পরিকল্পনার অংশ হিসেবে আল-সাবরা এবং এর আশেপাশের এলাকায় ইসরায়েলি সেনারা ব্যাপক অভিযান চালাচ্ছে। এই অভিযানে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের তাঁবুগুলো ধ্বংস করা হচ্ছে। ফিলিস্তিনের সিভিল ডিফেন্সের রিপোর্ট অনুযায়ী, আল-কুদস হাসপাতালের আশেপাশের অস্থায়ী তাঁবুগুলোতে বোমা হামলায় আগুন লেগে গেছে, এতে অন্তত ৫ জন নিহত এবং ৩ জন গুরুতর আহত হয়েছেন।

ইসরায়েলের এই অভিযানের লক্ষ্য গাজা সিটি থেকে প্রায় ১০ লাখ ফিলিস্তিনিকে উচ্ছেদ করা। এই হামলা শুরুর পর থেকে এ পর্যন্ত নিহত ফিলিস্তিনিদের সংখ্যা ৬৩ হাজার ছাড়িয়ে গেছে।