Image description

আফগানিস্তানের পাকিস্তান সীমান্তবর্তী অঞ্চলে ৬ মাত্রার একটি ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছে। এতে এখন পর্যন্ত অন্তত ২০ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে এবং আহত হয়েছেন শতাধিক মানুষ। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সোমবার বিবিসি ও এএফপি-এর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, রোববার স্থানীয় সময় রাত ১১টা ৪৭ মিনিটে এই ভূমিকম্প আঘাত হানে। এর কেন্দ্রস্থল ছিল নানগারহার প্রদেশের জালালাবাদ শহর থেকে ২৭ কিলোমিটার দূরে এবং গভীরতা ছিল মাত্র ৮ কিলোমিটার। ভূমিকম্পে নানগারহার ও কুনার প্রদেশের বিভিন্ন এলাকার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

ভূমিকম্পটির কম্পন আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে শুরু করে প্রায় ৪০০ কিলোমিটার দূরের পাকিস্তানের ইসলামাবাদেও অনুভূত হয়েছে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, দুর্গম ও পাহাড়ি এলাকা হওয়ায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

আফগানিস্তান ভৌগোলিকভাবে ভূমিকম্পপ্রবণ একটি দেশ। গত তিন দশকে দেশটিতে ভূমিকম্পের কারণে ১০ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। ১৯৯১ সালের ভূমিকম্পে আফগানিস্তান, পাকিস্তান ও তৎকালীন সোভিয়েত ইউনিয়নে ৮৪৮ জন নিহত হন। এরপর ১৯৯৭ সালে ইরানের খোরাসান প্রদেশে ৭.২ মাত্রার ভূমিকম্পে দেড় হাজারের বেশি মানুষ মারা যায়। পরের বছর, ১৯৯৮ সালের ফেব্রুয়ারিতে তাখার প্রদেশে আরেকটি ভূমিকম্পে ৪ হাজার মানুষের প্রাণহানি ঘটে।