Image description

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় চলমান যুদ্ধ বন্ধ ও বন্দি থাকা জিম্মিদের মুক্তির দাবিতে ইসরায়েলজুড়ে বিক্ষোভ হয়েছে। আজ রোববার সকাল থেকে সারাদেশের সাধারণ মানুষ রাস্তায় নেমে আসেন। ইসরায়েলের অনেক জায়গায় বিক্ষোভকারীরা যান চলাচল বন্ধ করে দেন। ধর্মঘটের কারণে সারাদেশে অচলাবস্থা তৈরি হয়েছে।

দীর্ঘদিন ধরে জিম্মিদের মুক্তির দাবি করে আসছেন তাদের পরিবারের সদস্যরা। এজন্য প্রয়োজনে যুদ্ধ পুরোপুরি বন্ধও করতে বলছেন তারা। কিন্তু তাদের দাবিকে তোয়াক্কা না করে চলতি মাসের শুরুতে গাজা উপত্যকার গাজা সিটি দখল করার পরিকল্পনা হাতে নিয়েছে ইসরায়েল সরকার। এরপরই সাধারণ ইসরায়েলিরা আজ রোববার (১৭ আগস্ট) দেশজুড়ে ধর্মঘটের ডাক দেন। সেই অনুযায়ী বিক্ষোভ করছেন লাখো ইসরায়েলি।

টাইমস অব ইসরায়েলের খবরে বলা হয়েছে, দেশব্যাপী এই ধর্মঘটের আয়োজন করে অক্টোবর কাউন্সিল। সংগঠনটিতে ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় নিহতের পরিবার এবং জিম্মিদের সদস্যরা রয়েছেন। এটি একটি নিহত, জিম্মি ও নিখোঁদজ পরিবার ফোরাম।

অক্টোবর কাউন্সিলের পক্ষ থেকে শনিবার রাতে বলা হয়েছে, রোববার তেল আবিবের জিম্মি চত্বরে ১০ লাখের বেশি মানুষের সমাগম করা হবে। এছাড়াও ইসরায়েলজুড়ে বিক্ষোভে হাজার হাজার লোক যোগদান করবে। 

হারেৎজের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের বিখ্যাত অভিনেত্রী গ্যাল গ্যাদত তেল আবিবের জিম্মি চত্বরে আসেন। এ সময় তিনি জিম্মি পরিবারের সঙ্গে দেখা করেন। হামাসের হাতে বন্দি মাতানের মা ইনাভ জানগাওকের সঙ্গে কথা বলেন গ্যাল গ্যাদত।