
বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ সৃষ্টির জেরে দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। গত দু'দিনের বিরতির পর আজ, বুধবার (২৩ জুলাই) থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল ফের প্রবল বর্ষণে ভিজতে চলেছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে সাধারণ মানুষের মধ্যে কিছুটা স্বস্তি এলেও, পশ্চিম মেদিনীপুরের চলমান বন্যা পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
আলিপুর আবহাওয়া দফতরের প্রাদেশিক কর্মকর্তা সোমনাথ দত্ত জানিয়েছেন, আজ দিনের বেশিরভাগ সময় আকাশ মেঘলা থাকবে। সেই সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে এবং বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায় মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। তবে কলকাতা, হাওড়া, হুগলি, বর্ধমান-সহ বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ-সহ অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে আজ হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
অন্যদিকে, উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং এবং কালিম্পংয়ে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য, পশ্চিম মেদিনীপুরের ঘাটাল-সহ বিস্তীর্ণ এলাকা এখনও জলমগ্ন। এই পরিস্থিতিতে নতুন করে ভারী বৃষ্টির পূর্বাভাস আসায় সেখানকার বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
Comments